Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর চক্রান্তের বিরুদ্ধে তমলুকে বিদ্যুৎ গ্রাহকদের বিক্ষোভ

বাবলু বন্দ্যোপাধ্যায়।   তমলুকবিদ্যুতে স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর চক্রান্তের বিরুদ্ধে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক কাস্টমার কেয়ার সেন্টারের তিন শতাধিক বিদ্যুৎ গ্রাহক জেলার বিদ্যুৎ দপ্তরের প্রধান কার্যালয় বিজলীভবনে ব…


বাবলু বন্দ্যোপাধ্যায়।   তমলুক

বিদ্যুতে স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর চক্রান্তের বিরুদ্ধে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক কাস্টমার কেয়ার সেন্টারের তিন শতাধিক বিদ্যুৎ গ্রাহক জেলার বিদ্যুৎ দপ্তরের প্রধান কার্যালয় বিজলীভবনে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের জেলা নেতা নারায়ণ চন্দ্র নায়ক। তিনি বলেন রাজ্য সরকার এই মিটার লাগাতে চাইছে , যে মিটার একটি স্মার্টলি পকেট কাটার যন্ত্র ছাড়া আর কিছু নয়। এরই প্রতিবাদে এই বিক্ষোভ। গ্রাহকদের একমাত্র রেজিস্টার সংগঠন ইলেকট্রিসিটি কনজিউমারস অ্যাসোসিয়েশন তমলুক হাসপাতাল মোড় থেকে বিদ্যুৎ গ্রাহকরা বিজলী ভবনের টেশন ম্যানেজারের কাছে গণ দরখাস্ত দেওয়ার জন্য প্রতিবাদ মিছিলে সামিল হন। প্রণব মাইতি ,শ্যামল সামুদ ,সনজিৎ মাইতি প্রমুখর নেতৃত্বে এক প্রতিনিধি দল স্টেশন ম্যানেজারের কাছে দাবি জানায় স্মার্ট মিটার লাগানো চলবে না। গ্রাহকদের দাবি মানা না হলে আগামী দিনে তারা শক্তিশালী আন্দোলন গড়ে তুলবে ।