Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্যালাস্তাইনে লাগাতার ইজরায়েলী আক্রমণে বিরুদ্ধে মেদিনীপুরে বামপন্থীদের বিক্ষোভ মিছিল

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.....প্যালেস্তাইনে বিশেষ করে গাজা ভূখন্ডে মার্কিন মদতে লাগাতার ইজরায়েলি আক্রমণের বিরুদ্ধে মেদিনীপুরে বিক্ষোভ বিছিলে সামিল হলো বামপন্থী দল সমূহ। মঙ্গলবার বিকেলে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর স্মৃতি মন্দির…

 


নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.....প্যালেস্তাইনে বিশেষ করে গাজা ভূখন্ডে মার্কিন মদতে লাগাতার ইজরায়েলি আক্রমণের বিরুদ্ধে মেদিনীপুরে বিক্ষোভ বিছিলে সামিল হলো বামপন্থী দল সমূহ। মঙ্গলবার বিকেলে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর স্মৃতি মন্দির প্রাঙ্গণ থেকে এই মিছিল শুরু হয়ে বটতলা চক,কেরানীতলা, এল আই সি মোড়, গান্ধী মোড় হয়ে পুনরায় বিদ্যাসাগর হল ময়দানে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন সুশান্ত ঘোষ,বিজয় পাল, কীর্তি দে বক্সী, অশোক সেন,সুকুমার সিং, জয়ন্ত পাত্র, প্রাণতোষ মাইতি, নিরঞ্জন মহাপাত্র,সমর মুখার্জি জয়দীপ খাটুয়া,দিলীপ সাউ ,সৌগত পন্ডা, পাপিয়া চৌধুরী,গোপাল প্রামাণিক, দেবাশিষ আইচ, প্রমুখ বাম নেতৃত্ব

মিছিলে অংশ নেন সিপিআইএম,সিপিআই,আরএসপি, ফরোয়ার্ড ব্লক, এস ইউ সি আই, সিপিআইএমএল সহ অন্যান্য বামপন্থী দলগুলির সমর্থকরা। সাম্রজ্যবাদ বিরোধী আন্দোলনের পীঠস্থান মেদিনীপুর শহরে আয়োজিত এই মিছিল থেকে মার্কিন ও ইজরায়েলী সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মুহুর্মুহু দৃপ্ত শ্লোগান উঠতে থাকে। উল্লেখ্য গত অক্টোবর থেকে গাজা ভূখণ্ডে লাগাতার হামলা চালাচ্ছে ইজরায়েল।মাঝে বিশ্ব জনমতের চাপে কিছুদিন বন্ধ থাকার পর আবার জোরদার। আক্রমণ শুরু করেছে ইজরায়েল।