Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাটের টোপা ড্রেনেজ খালের অবশিষ্টাংশ সংস্কারের দাবীতে জেলা শাসককে স্মারকলিপি বর্ষায় কৃষকদের স্বার্থে

বাবলু বন্দ্যোপাধ্যায়।    তমলুকপূর্ব মেদিনীপুর জেলার  কোলাঘাট ব্লকের টোপা ড্রেনেজ খালের বরদাবাড় বাজার সংলগ্ন স্থানে প্রশাসনিক হস্তক্ষেপে অবিলম্বে খাল সংস্কারের কাজ সুসম্পন্ন করা সহ খালের ভেতর থাকা সমস্ত ক্রশ বাঁধ তোলা এবং পি.এইচ.…

 


বাবলু বন্দ্যোপাধ্যায়।    তমলুক

পূর্ব মেদিনীপুর জেলার  কোলাঘাট ব্লকের টোপা ড্রেনেজ খালের বরদাবাড় বাজার সংলগ্ন স্থানে প্রশাসনিক হস্তক্ষেপে অবিলম্বে খাল সংস্কারের কাজ সুসম্পন্ন করা সহ খালের ভেতর থাকা সমস্ত ক্রশ বাঁধ তোলা এবং পি.এইচ.ই.'র পাইপ লাইন উঁচুতে তোলার আবেদন জানিয়ে সোমবার কৃষক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক পূর্ণেন্দু মাজীর নিকট গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি দিল।স্মারকলিপিতে পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক অভিযোগ করেন,কোলাঘাট ব্লকের সাগরবাড়,বৃন্দাবনচক,সিদ্ধা-১,পুলশিটা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবীকে মান্যতা দিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এলাকার ৬ কি মি দীর্ঘ টোপা-ড্রেনেজ খাল সংস্কারের জন্য ৭৪ লক্ষ ৮৯ হাজার ১১৮ টাকা ব্যয়ে গত ১৫ ডিসেম্বর,২০২৩-এ ওয়ার্ক অর্ডার দিয়েছিল। তারপর ওই নিকাশী খালের পরমানন্দপুর থেকে বরদাবাড় বাজার সংলগ্ন কো-অপারেটিভ পর্যন্ত অংশটি সংস্কার হওয়ার পর গত ৩ রা এপ্রিল বেনিফিসিয়ারী কমিটির কাউকে না জানিয়ে ঠিকাদার জেসিবি মেসিন নিয়ে উধাও হয়ে যায়।শুধু তাই নয়,খালের যে জায়গাগুলিতে আড়াআড়ি ভাবে ক্রশ বাঁধ দিয়ে খাল সংস্কার করেছিল ঠিকাদার, তাও না তুলে মেসিন নিয়ে পালিয়ে যায়। প্রসঙ্গত উল্লেখ্য,কোলাঘাটের এই গুরুত্বপূর্ণ খালটি দিয়ে কোলাঘাট-পাঁশকুড়া ব্লক সহ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লক মিলে আনুমানিক ৫০ টি মৌজার জলনিকাশী হয়। এমনিতেই ব্লকের এই অংশ খুব নিচু এলাকা। ফলস্বরূপ ওই অংশ ঠিকমত সংস্কার না করলে ওই বিরাট এলাকার জল বর্ষার সময় সুষ্ঠুভাবে বের হতে পারবে না সেজন্য অবিলম্বে খালের ভেতর থাকা সমস্ত ক্রশ বাঁধ তোলা সহ টোপা ড্রেনেজ খালের বরদাবাড় বাজার সংলগ্ন অংশে সমস্ত অবৈধ নির্মাণ অপসারন করে অবশিষ্টাংশ খাল এখনই সংস্কার এবং খালের ভেতরে থাকা পি.এইচ.ই.'র পাইপ লাইন উঁচুতে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ দাবী জানিয়ে আজ জেলা শাসকের নিকট কয়েক'শ বাসিন্দাদের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি জমা দেওয়া হয়েছে বলে জানান নারায়ণবাবু। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে বিষয়টি যাতে দ্রুত সমাধান হয় তার ব্যবস্থা করা হবে।