Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূজার থিম উদ্বোধন ও খুঁটি পূজা

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: মেদিনীপুর শহরের গণপতিনগর সর্বজনীন দুর্গাপূজা সমিতি তাদের এ বছরের খুঁটি পূজা (কাঠামো পূজা ) এবং  থিমের উদ্বোধন করে ফেললো রথযাত্রার দিনে।এবারে গণপতিনগরের পুজোর থিম "সহজ পাঠ"। এই থিমের উদ্বোধন …


নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: মেদিনীপুর শহরের গণপতিনগর সর্বজনীন দুর্গাপূজা সমিতি তাদের এ বছরের খুঁটি পূজা (কাঠামো পূজা ) এবং  থিমের উদ্বোধন করে ফেললো রথযাত্রার দিনে।এবারে গণপতিনগরের পুজোর থিম "সহজ পাঠ"। এই থিমের উদ্বোধন করেন মেদিনীপুর পৌরসভার পুরপ্রধান  সৌমেন খান । এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপূজা সমিতির সভাপতি  সুশান্ত মজুমদার, কার্যকরী সভাপতি অতিক্রম চক্রবর্তী,গণেশ তোষ, যুগ্ম সম্পাদক দেবব্রত দত্ত ও সন্দীপ জানা সহকোষাধ্যক্ষ রবি দাস, হিসাবরক্ষক বন্ধন ভট্টাচার্য প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন রামপ্রসাদ সিনহা, স্বদেশ দত্ত, বিশ্বজিৎ সাউ, অনিল দে, প্রণব বেরা, আশীষ কুমার মুনিয়ান, সুদীপ কুমার খাঁড়া, হরিপদ দাস, কুহেলি রঞ্জিত ও  ঝুমু চক্রবর্তী সহ অন্যান্য সদস্য ও সদস্যাবৃন্দ। সমিতির সম্পাদক দেবব্রত দত্ত বলেন, "এবারের থিম এই 'সহজপাঠ' এর মাধ্যমে আমরা আমাদের হারিয়ে যাওয়া অতীতের স্মৃতিকে আবার মনের মনিকোঠায় ফিরে পেতে চাই। এবং বর্তমান প্রজন্মও জানুক আমাদের হারিয়ে যাওয়া এই সহজ পাঠের বিষয়ে।" আগামী রবিবার ১৪ ই জুলাই পূজা কমিটির পক্ষ থেকে অরণ্য সপ্তাহ  উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচিও পালন করা হবে।