Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

যত্রতত্র এলাকার মাটি চুরি থেকে শুরু করে, নানা সমস্যা কে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শহীদ মাতঙ্গিনী ব্লকের বিডিওর কাছে ডেপুটেশন

বাবলু বন্দোপাধ্যায়।     তমলুকপূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকে যত্রতত্র মাটি চুরি থেকে শুরু করে, জল জীবন মিশন প্রকল্পের সংশ্লিষ্ট  পাম্প হাউস গুলিতে স্বচ্ছ নিয়োগ সহ ১৭ দফা দাবি নিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বুধ…


 বাবলু বন্দোপাধ্যায়।     তমলুক

পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকে যত্রতত্র মাটি চুরি থেকে শুরু করে, জল জীবন মিশন প্রকল্পের সংশ্লিষ্ট  পাম্প হাউস গুলিতে স্বচ্ছ নিয়োগ সহ ১৭ দফা দাবি নিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বুধবার ব্লক আধিকারিক এর কাছে ডেপুটেশন দিল। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দাবি করে আসা হচ্ছিল বেশ কিছুদিন ধরে মাতঙ্গিনী ব্লকের মূলত নদী এলাকায় মাটি চুরির সঙ্গে যুক্ত মাফিয়ারা দিনের পর দিন মাটি চুরি করে নিয়ে যাচ্ছে। বারংবার প্রশাসনকে জানিও কোন কাজ হয় নি। বিভিন্ন দাবি গুলির মধ্যে স্থানীয় বেশ কয়েকটি দাবি রয়েছে, দ্রুত সমাধান করা না হলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনের পথে যাবে বলে ডেপুটেশন শেষে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভানেত্রী তাপসী মন্ডল জানান। ডেপুটেশনের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইত, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি অরুনাভ মহাপাত্র, তিন মণ্ডল সভাপতি মধুসূদন মন্ডল, গণেশ ভঞ্জ, রঘুনাথ রানা প্রমুখ নেতৃত্ব। শহীদ মাতঙ্গিনী ব্লকের বিডিও রবীন্দ্রনাথ দে জানান বিষয়ভিত্তিক বিভিন্ন দাবি গুলি নিয়ে বিজেপির প্রতিনিধিরা সমস্যা সমাধানের জন্য দাবি রেখে গেছেন, যে দাবিগুলি যুক্তিযুক্ত সেই দাবিগুলি নিয়ে পর্যালোচনার ভিত্তিতে সমাধান করার আশ্বাস দিয়েছেন।