বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুককলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে শনিবার পূর্ব মেদিনীপুর জেলার এসইউসির দলের পক্ষ থেকে পাঁশকুড়া ,দেউলিয়া, নোনাকুড়ি, রামতারক, তমলুক, নিমতৌড়ি …
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে শনিবার পূর্ব মেদিনীপুর জেলার এসইউসির দলের পক্ষ থেকে পাঁশকুড়া ,দেউলিয়া, নোনাকুড়ি, রামতারক, তমলুক, নিমতৌড়ি সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে ঘটনার প্রতিবাদ জানানো হয়। দলের পক্ষ থেকে জানানো হয় হাসপাতালে যেভাবে রাতে ডিউটিরত অবস্থায় মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক ও ন্যক্কারজনক। হাসপাতাল কর্তৃপক্ষ যেভাবে ঘটনাকে চাপা দিতে চাইছে আমরা তাতেও নিন্দা করছি। অবিলম্বে তদন্ত দ্রুত শেষ করে এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হচ্ছে। দলের মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়েক জানান এই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের আড়াল করার চেষ্টা করলে, বর্তমান সরকারের বিরুদ্ধে তারা প্রতিবাদ সংগঠিত করবে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে।