বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকপূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই ২ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শুক্রবার সাতটিকরি গ্রামে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন করা হল। খারুই ২ বিজেপি চালিত গ্রাম পঞ্চায়েত গঠনের …
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই ২ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শুক্রবার
সাতটিকরি গ্রামে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন করা হল। খারুই ২ বিজেপি চালিত গ্রাম পঞ্চায়েত গঠনের পর একটার পর একটা সরকারি প্রকল্প এই গ্রাম পঞ্চায়েতে সম্পূর্ণ হচ্ছে । এই প্রকল্পের কাজে তিনটি এস এইচ জি দলকে যুক্ত করা হয়েছে। উক্ত প্রজেক্টের কাঁচামাল স্বরূপ একটি উচ্চ মাধ্যমিক, একটি এমএসকে, দুটি আপার প্রাইমারি, দশটি প্রাইমারি, তিনটি এসএসকে, ১৪ টি আইসিডিএস, তিনটি উপস্বাস্থ্য কেন্দ্র, এবং তিনটি গ্রামীণ হাট থেকে পচনশীল ও অপচনশীল দ্রব্য সংগ্রহ করে উক্ত প্রজেক্টটি চালু করা হচ্ছে। এর জন্য প্রতিটি প্রতিষ্ঠানকে দুটি করে প্লাস্টিকের বালতি পঞ্চায়েত থেকে সরবরাহ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইত, ব্লকের বিডিও রথীন দে, পঞ্চায়েত প্রধান জয়শ্রী সাহু গুছাইত, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ নিরুপমা মাইতি শহর ত্রিস্তরীয় জন প্রতিনিধি বৃন্দ।