নিজস্ব সংবাদদাতা মেদিনীপুর... মেদিনীপুর শহরের বি আর আম্বেদকর কলোনীর শিশু সুদীপ গিরি সৎ পিতার অত্যাচারে বেশ কিছু দিন ধরে অতিষ্ঠ হয়ে উঠেছিল । কয়েকদিন আগে সুদীপের মা রুম্পা গিরি, স্হানীয় বিদ্যালয়ের সাথে যোগাযোগ করেন,বিদ্যালয়ের …
নিজস্ব সংবাদদাতা মেদিনীপুর... মেদিনীপুর শহরের বি আর আম্বেদকর কলোনীর শিশু সুদীপ গিরি সৎ পিতার অত্যাচারে বেশ কিছু দিন ধরে অতিষ্ঠ হয়ে উঠেছিল । কয়েকদিন আগে সুদীপের মা রুম্পা গিরি, স্হানীয় বিদ্যালয়ের সাথে যোগাযোগ করেন,বিদ্যালয়ের শিক্ষক রাজেশ দত্ত , জেলা আইনি কর্তৃপক্ষের সম্মাননীয় বিচারক তথা সম্পাদক দিব্যেন্দু নাথের সাথে যোগাযোগ করেন , দিব্যেন্দু বাবু শিশু সুরক্ষা কমিটির সাথে যোগাযোগ করেন ।পুরো বিষয়টি তদারকির জন্য আইনি স্বেচ্ছাসেবক বাসুদেব চক্রবর্তীর উপর দায়িত্ব দেন ।পরে , শিশু সুরক্ষা কমিটির ব্যবস্হায় সুদীপকে দাসপুরের একটি হোমে স্হানান্তকরণ করা হয় ।কিন্ত পূর্বে শিশু সুদীপ সহ তাঁর মাতা খড়্গপুরের বাসষ্ট্যান্ড সংলগ্ন একটি ভাড়াবাড়িতে থাকত, এবং সেই ভাড়াবাড়িতে শিশু সুদীপ সহ পরিবারের সকলের আধারকার্ড ও প্রয়োজনীয় নথিপত্র রয়ে যায়, প্রয়োজনীয় নথি ছাড়া অফিসিয়াল নানা কাজে বিঘ্ন ঘটছিল ।তাই , দিব্যেন্দু বাবু খড়্গপুর টাউন থানায় বিষয়টি জানান , সোমবার বিকেলে টাউন থানার সহযোগিতায় ,খড়্গপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন ভাড়াবাড়ি থেকে প্রয়োজনীয় নথিপত্র উদ্ধার করেন । মঙ্গলবার, সুদীপের মা রুম্পা গিরি ও হরিজন পল্লী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রাজেশ দত্ত কে ডি , এল , এস , এ অফিসে ডেকে রুম্পা গিরির হাতে প্রয়োজনীয় নথিপত্র গুলি তুলে দেওয়া হয় ।মাননীয় বিচারক দিব্যেন্দু নাথ , পরিবার টির পাশে ও সুদীপের যাবতীয় দরকারে পাশে থাকার অঙ্গীকার করেন ।