তমলুক,পূর্ব মেদিনীপুরভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে পীঠস্থান পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের হ্যামিল্টন হাইস্কুলের ছাত্ররা অগ্রণী ভূমিকায় পালন করেছিল। সেই হ্যামিল্টন হাইস্কুলের বর্তমান ছাত্ররা আর জি কর ঘটনায় প্রতিবাদ মিছিলে সা…
তমলুক,পূর্ব মেদিনীপুর
ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে পীঠস্থান পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের হ্যামিল্টন হাইস্কুলের ছাত্ররা অগ্রণী ভূমিকায় পালন করেছিল। সেই হ্যামিল্টন হাইস্কুলের বর্তমান ছাত্ররা আর জি কর ঘটনায় প্রতিবাদ মিছিলে সামিল হলো। বুধবার স্কুলের পঠন-পাঠন শেষ করার পরে বিকেল সাড়ে তিনটা নাগাদ তমলুক হ্যামিলটন হাইস্কুল থেকে প্রতিবাদ মিছিল বেরোয়, মিছিলে অংশ নিয়েছিল সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর পর্যন্ত ছাত্ররা। পাশাপাশি ওই স্কুলের সমস্ত শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিল। প্রত্যেকের একটাই দাবি আর জি করের বিচার চাই।
ছাত্র দের দাবি, সিবিআই তদন্ত শুরু করলেও অতি দ্রুত দোষীদের ধরা হোক এবং কঠোরতম শাস্তি দেওয়া হোক। তমলুক হ্যামিল্টন হাই স্কুলের শিক্ষকদের দাবি শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র-ছাত্রীদের আগামী ভবিষ্যৎ। ভবিষ্যতের তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সরকারকে।
এদিন তমলুক হ্যামিলটন হাই স্কুল থেকে মিছিল বের হয়ে তমলুক শহর পরিক্রমা করে হাসপাতাল মোড় হয়ে আবার তমলুক হ্যামিলটন স্কুলে এসে মিছিল শেষ হয়।