বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকপূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলা বিজেপির কর্মী সমর্থকরা আজকের বনধ্ কে সফল বলে দাবি করল। সকাল থেকেই দলীয় কর্মী সমর্থকরা পথে নেবে সরকারি অফিস থেকে শুরু করে জাতীয় সড়ক রাজ্য সড়ক অবরোধের মধ্য…
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলা বিজেপির কর্মী সমর্থকরা আজকের বনধ্ কে সফল বলে দাবি করল। সকাল থেকেই দলীয় কর্মী সমর্থকরা পথে নেবে সরকারি অফিস থেকে শুরু করে জাতীয় সড়ক রাজ্য সড়ক অবরোধের মধ্য দিয়ে প্রমাণ দিল যে দাবি নিয়ে এই বনধ্
ডাকা হয়েছে সেই দাবি সমর্থন করেছে মানুষ। বনধে্র প্রভাব লক্ষ্য করা গেল ময়না বিধানসভার বিভিন্ন স্থানে। তৃণমূল ও বিজেপি উভয়েই মিছিল বের করে ময়নার বিভিন্ন স্থানে। ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা ,চন্দন মন্ডল, উত্তম সিং সহ প্রথম সারির নেতৃত্বরা বিডিও অফিসে গিয়ে সমস্ত কর্মচারীদের বের করে দেয়। বিজেপির দলীয় কর্মী সমর্থকরা চাবি লাগিয়ে দেয় অফিসে। ময়নার বিএল আর ও অফিসে গিয়েও সরকারি কর্মচারীদের ঢুকতে বাধা দেওয়া হয়। ময়না বাইপাস এর কাছে উভয় পক্ষের মিছিল সামনাসামনি এসে যাওয়ায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। ময়নার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে কোনরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই অবস্থার সৃষ্টি হয় শহীদ মাতঙ্গিনী ব্লকের কাঁকটিয়া বাজারে। উভয় পক্ষের মিছিল সামনে এসে গেলে উভয় পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে প্রথমে বচসা, একে অপরকে দেখে নেওয়ার হুমকিও দেয়। তমলুক থানার বিশাল র্যাফ ও পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার মেচেদা , জেলা প্রশাসনিক ভবন নিমতৌড়ি কাছে বিজেপির কর্মী সমর্থকরা যানবাহন আটকে দিয়ে বিক্ষোভ দেখায়। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইত, তমলুক সাংগঠনিক জেলা বিজেপির অন্যতম নেতৃত্ব আশিস মণ্ডল, তমলুক নগর মন্ডল ১ এর সভাপতি মধুসূদন মন্ডল, জেলা পরিষদের সদস্যা পূর্ণিমা দাস সহ ব্লক স্তরের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। কোলাঘাট ব্লকের সিদ্ধা, হলদিয়া মোড় ,বৈষ্ণবচক গোপালনগর সহ বিভিন্ন স্থানে সকাল থেকেই কর্মী সমর্থকরা পথে নেবে জাতীয় সড়ক থেকে শুরু করে রাজ্য সড়ক অবরোধ করে রাখে। দেবব্রত পট্টনায়ক, শেখ সাদ্দাম হোসেন, কোলাঘাট পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা শিবু প্রামানিক, বিজেপি নেতা রাজিব জৈন, বিশ্বনাথ রাম , গণেশ কান্ডার, তাপস পাত্র, প্রসেনজিৎ সরকার সহ জেলা ও ব্লক স্তরের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। ভারতীয় জনতা পার্টির ১২ ঘণ্টার বনধ্ কে সামনে রেখে তমলুক সাংগঠনিক জেলার মধ্যে দুটি শিল্পাঞ্চল কোলাঘাট ও হলদিয়া শ্রমিক থেকে শুরু করে সরকারি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল নগণ্য। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কোন হেরফের হয়নি। তমলুক জেলা প্রশাসনিক ভবনের অন্যান্য দিনের মতো কাজ হলেও বাস পরিষেবা থাকায় কাজের গতি অনেকটা কম বলে জানা গেছে। প্রশাসনিক ভবন সূত্রের খবর জেলা ভবনের কাজ অন্যান্য দিনের মতোই হয়েছে। জেলার দুটি জাতীয় সড়ক ৪১ নম্বর ও ১৬ নম্বর জাতীয় সড়কে বাসের দেখা না পেয়ে সাধারণ নিত্যযাত্রী থেকে অফিস যাত্রীরা চরম হয়রানির মধ্যে পড়ে। দুটি রাস্তায়তেই কয়েকটি ট্রাক চললেও যে সরকারি বাসগুলি দেয়ার জন্য রাস্তায় নামানো হয়েছিল তাতে যাত্রীদের সংখ্যা ছিল না বললেই চলে। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভানেত্রী তাপসী মন্ডল জানান পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলায় দলীয় কর্মী সমর্থকরা পথে নেবে আজকের বনধ্ কে সফল করেছে। কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ঘটনার তৈরি হয়েছিল। শাসক দলের পক্ষ থেকে রাস্তায় নেবে বনধ্ এর বিরোধিতা করলেও বিজেপির কর্মী সমর্থকরা কোন স্থানেই শাসক দলকে গুরুত্ব দেয়নি। আজকের এই বনধ্ কে সফল করার জন্য এলাকার গণতন্ত্র প্রেমী মানুষদের অভিনন্দন জানিয়েছেন। অন্যদিকে জেলা তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে আজকের বনধ্ সফল হয়নি। অন্যান্য দিনের মতো স্বাভাবিক ছিল।