Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আর জি করের ঘটনায় ন্যায় বিচার চেয়ে মেদিনীপুরে কবি ও বাচিক শিল্পীদের মহামিছিল

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর..... আর জি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে বুধবার প্রাক্ সন্ধ্যায় মেদিনীপুর শহরে মহামিছিল করলেন কবি ও আবৃত্তি শিল্পীরা। কবি, আবৃত্তি শিল্পী ও বাচিক সংস্থাগুলির সম্মিলিত প্রতিবাদী মহামিছিল বিদ্যাসাগর হল ময…


নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর..... আর জি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে বুধবার প্রাক্ সন্ধ্যায় মেদিনীপুর শহরে মহামিছিল করলেন কবি ও আবৃত্তি শিল্পীরা। কবি, আবৃত্তি শিল্পী ও বাচিক সংস্থাগুলির সম্মিলিত প্রতিবাদী মহামিছিল বিদ্যাসাগর হল ময়দান থেকে থেকে  বেরিয়ে গান্ধীমোড়, বিদ্যাসাগরমোড়, ক্ষুদিরাম মোড় হয়ে হয়ে পুনরায় বিদ্যাসাগর হল ময়দানে এসে শেষ হয়।পথ পরিক্রমার পথে পথে প্রতিবাদী কবিতা পাঠ করতে থাকেন কবিরা ও বাচিক শিল্পীরা।

 বিদ্যাসাগর হল ময়দানে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে জাস্টিস ফর আর জি কর লেখা হয়।কবি ও আবৃত্তি শিল্পীরা সেখানে প্রতিবাদী বক্তব্য রাখেন ও প্রতিবাদী কবিতা পাঠ করেন। এদিনের মিছিলে বর্ষীয়ান কবি,বাচিক শিল্পী থেকে তরুণ প্রজন্মের কবি,বাচিক শিল্পীররা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিল বিভিন্ন বাচিক সংস্থার কচিকাঁচারাও।