Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ময়নার গোজিনা সমবায় সমিতি ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হল

বাবলু বন্দ্যোপাধ্যায়।     তমলুকসমবায় সমিতির নির্বাচনে আবার ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয় লাভ করল। পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাকচা অঞ্চলের গোজিনা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল মঙ্গলবার। মোট বারোটি আসনের মধ্যে …

 


বাবলু বন্দ্যোপাধ্যায়।     তমলুক

সমবায় সমিতির নির্বাচনে আবার ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয় লাভ করল। পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাকচা অঞ্চলের গোজিনা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল মঙ্গলবার। মোট বারোটি আসনের মধ্যে বারটি আসনে জয় লাভ করে বিজেপি তার আধিপত্য বজায় রাখল। সকাল থেকেই তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকরা পথে নেবে সমবায়ীদের ভোটকেন্দ্রে আনতে শুরু করে। বিকেলে ভোট গণনার সময় দেখা যায় ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বারটি আসনে জয় লাভ করে।  ময়না থানার পুলিশ ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করে  সমবায় নির্বাচনকে সামনে রেখে। অশান্তির কোন খবর নেই। তমলুক সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির সম্পাদক চন্দন মন্ডল জানান বাকচা অঞ্চলের মানুষ পুনরায় আর একবার তৃণমূলকে জানান দিল তৃণমূলের বিভিন্ন অপকর্মের জন্য তাদের পাশে নেই আছে ভারতীয় জনতা পার্টির সঙ্গে। জয়ী প্রার্থীদের তিনি অভিনন্দন জানান সেই সঙ্গে দুর্নীতি কে দূরে সরিয়ে  রেখে স্বচ্ছ সমবায় পরিষেবা যাতে মানুষ পায় সেই দিকটির প্রতি নজর রাখার আহ্বান জানান জয়ী প্রার্থীদের।