নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর....পশ্চিম মেদিনীপুর জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘ আয়োজিত দুই দিন ব্যাপী স্বর্গীয় শম্ভু নাথ মল্লিক স্মৃতি অঙ্কন প্রতিযোগিতা ও স্বর্গীয় স্নেহেশ শুর স্মৃতি যোগাসন প্রতিযোগিতা ও জেলা দল নির্বাচন হল রয…
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর....পশ্চিম মেদিনীপুর জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘ আয়োজিত দুই দিন ব্যাপী স্বর্গীয় শম্ভু নাথ মল্লিক স্মৃতি অঙ্কন প্রতিযোগিতা ও স্বর্গীয় স্নেহেশ শুর স্মৃতি যোগাসন প্রতিযোগিতা ও জেলা দল নির্বাচন হল রয়্যাল একাডেমী স্কুলে।
এই প্রতিযোগিতায় অঙ্কনে ৪২ জন ও যোগাসনে সমস্ত বিভাগে মোট ১৪০ জন প্রতিযোগী অংশ নেয় এবং প্রতি বিভাগে সেরা প্রতিযোগীরা আগামী ১ লা সেপ্টেম্বরে কলকাতার বিধান শিশু উদ্যানে রাজ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজয় হাজরা, সত্যব্রত দোলই, প্রনব চক্রবর্তী, প্রশান্ত ঘোষ প্রমুখ অতিথিবৃন্দ।
জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের যুগ্ম সম্পাদক আলোক পাল ও রূপম দাস আশাবাদী যে রাজ্য প্রতিযোগিতায় আমাদের জেলার প্রতিযোগীরা জেলাকে গর্বিত করবে।