বাবলু বন্দ্যোপাধ্যায়। মেছেদাপশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন এর পূর্ব মেদিনীপুর জেলার দ্বিতীয় সম্মেলন রবিবার মেছেদা বিদ্যাসাগর হলে অনুষ্ঠিত হল। আর জি কর মেডিকেল কলেজে মহিলা ডাক্তারের নৃশংস খুনের প্রতিবাদ করা সম্মেলন থেকে। সেই সঙ্…
বাবলু বন্দ্যোপাধ্যায়। মেছেদা
পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন এর পূর্ব মেদিনীপুর জেলার দ্বিতীয় সম্মেলন রবিবার মেছেদা বিদ্যাসাগর হলে অনুষ্ঠিত হল। আর জি কর মেডিকেল কলেজে মহিলা ডাক্তারের নৃশংস খুনের প্রতিবাদ করা সম্মেলন থেকে। সেই সঙ্গে মেচেদা ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে বিদ্যাসাগর মূর্তির পাদদেশ পর্যন্ত একটি প্রতিবাদী মিছিল করা হয়। ১৮টি ব্লক থেকে প্রায় ছ শতাধিক আশা কর্মী এই সম্মেলনে যোগ দেন। ইউনিয়নের উপদেষ্টা অনুরূপা দাস সম্পাদিকা ইসমত আরা খাতুন উপস্থিত ছিলেন। সভা থেকে ১৪ টি দাবি নিয়ে আগামী দিনে আন্দোলন সংগঠিত করা হবে বলে ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন ব্লকে আরজিকরের ঘটনায় আশা কর্মীরা পথে নাববে বলে জানানো হয়েছে।