বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটএবারের পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার গোজিনা গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে এসেছে। বোর্ড গঠনের পর থেকেই একের পর এক কাজের দৃষ্টান্ত রেখে এলাকার আস্থা অর্জন করছে এমনই দাবি ওই অঞ্…
বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট
এবারের পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার গোজিনা গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে এসেছে। বোর্ড গঠনের পর থেকেই একের পর এক কাজের দৃষ্টান্ত রেখে এলাকার আস্থা অর্জন করছে এমনই দাবি ওই অঞ্চলের বিজেপি নেতৃত্বের।
প্লাস্টিক মুক্ত এলাকা গঠন করার ক্ষেত্রে গোজিনা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে প্লাস্টিক পৃথকীকরণ গৃহের শুভ উদ্বোধন হল। উদ্বোধন করলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান খুকুরানী মন্ডল, উপস্থিত ছিলেন অঞ্চলের উপপ্রধান সৌমেন কর। ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী চন্দন মন্ডল সহ অঞ্চলের আধিকারিক ও পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা বৃন্দ।
প্রধান খুকু রানী মন্ডল জানান এই পঞ্চায়েত আগে যাদের দখলে ছিল তাদের কাজের ধারাবাহিকতা এখন যারা পঞ্চায়েত চালাচ্ছে অর্থাৎ বিজেপির কাজের ধারাবাহিকতায় একটু লক্ষ্য করলেই বুঝা যাবে কত তফাৎ। মানুষের জন্য কাজ করছি মানুষ সাড়া দিচ্ছে আজকে এই প্লাস্টিক পৃথকীকরণ গৃহের উদ্বোধন এলাকার প্লাস্টিক মুক্ত অঞ্চল গঠন করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা নেবে বলে তিনি জানান।