বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকপূর্ব মেদিনীপুর জেলায় জেলা প্রশাসনের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস যথাযথ মর্যাদায় পালিত হল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ভবনে । বৃক্ষরোপণ্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠ…
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
পূর্ব মেদিনীপুর জেলায় জেলা প্রশাসনের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস যথাযথ মর্যাদায় পালিত হল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ভবনে । বৃক্ষরোপণ্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজী, অতিরিক্ত জেলাশাসক সাধারণ সৌভিক চট্টোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ অনির্বাণ কোলে, অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন শ্রীমতি দিব্যা মুরুগেশন, মহকুমা শাসক দিব্যেন্দু মজুমদার, জেলার তথ্য সংস্কৃতি আধিকারিক মহুয়া মল্লিক সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকগণ। অন্যদিকে তমলুক মহাকুমা জুড়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের পক্ষ থেকেও আজকের দিনটি পালন করা হয়। মেচেদার নিকটে হাকোলা চৈতন্য ভগবত সেবা কেন্দ্রের উদ্যোগে ৮৪ তম প্রয়াণ দিবস পালিত হয়। অনুষ্ঠানে প্রামন্ধিক বিভাস মন্ডলের 'রবির আলোয়' বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরমেশ আচার্য। অনুষ্ঠানে পৌরহিত্য করেন সাহিত্যিক সুকুমার মাইতি। উপস্থিত ছিলেন প্রমথনাথ মন্ডল, অনিল সামন্ত, অসিত মল্লিক, আব্দুল মান্নান প্রণবেশ সামন্ত প্রমূখ। সঞ্চালনা করেন অশোক দিয়ান।