Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বাইক দৌরাত্ম্যকারীদের বিরুদ্ধে কোলাঘাটে প্রতিবাদ মিছিল

বাবলু বন্দ্যোপাধ্যায়।     তমলুকবাইক দৌরাত্ম্যকারী এবং বিপজ্জনকভাবে যানবাহন চালানোর বিরুদ্ধে বুধবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে সর্বস্তরের মানুষ হাই স্কুল মোড়ে প্রতিবাদ সভা ও বিক্ষোভে সামিল হলেন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, …


 বাবলু বন্দ্যোপাধ্যায়।     তমলুক

বাইক দৌরাত্ম্যকারী এবং বিপজ্জনকভাবে যানবাহন চালানোর বিরুদ্ধে বুধবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে সর্বস্তরের মানুষ হাই স্কুল মোড়ে প্রতিবাদ সভা ও বিক্ষোভে সামিল হলেন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান, ছাত্র-ছাত্রীদের অভিভাবক থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এতে অংশ নেয়। প্রতিবাদ সভা থেকে অভিযোগ করা হয় এক শ্রেণীর কম বয়সী ছেলেরা কোলাঘাটের মূল সড়ক সহ গ্রামীণ রাস্তায় বিশেষ করে স্কুল টাইমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেপরোয়া গাড়ি চালিয়ে চলার পথে আতঙ্ক সৃষ্টি করছে। সঙ্গে প্রতিদিন স্কুলের মেয়েদের উত্ত্যক্ত করে চলেছে। এর ফলে কয়েকটি দুর্ঘটনা ও অবাঞ্ছিত ঘটনাও ঘটে গেছে। এর প্রতিবাদ করতে গেলে উল্টে দৌরাত্ম্যকারীরা উল্টে চড়াও হচ্ছে। উল্লেখ্য গত ৪ঠা আগস্ট কোলাঘাট হাই স্কুলের সামনে কিছু যুবক রাস্তার মাঝে তাদের বাইক রেখে নায়কোচিত ভঙ্গিতে গল্প করছিল। সেই সময় একটি পণ্যবাহী ট্রাক প্রবেশ করলে গাড়ির চালক যুবকদের তাদের গাড়িটি সরাতে বলে। তৈরি হয় তর্ক বিতর্কের। এরপরেই কোলাঘাটের শরৎ সেতুর কাছে গাড়ির চালককে টেনে হিজড়ে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ ওই যুবকদের বিরুদ্ধে। আহত অবস্থায় স্থানীয় মানুষজন ওই চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অভিযুক্তদের নাম-ঠিকানা সহ স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানালেও এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। প্রতিবাদ সভা ও বিক্ষোভ চলার পথ কোলাঘাট বিট হাউসে একটি স্মারকলিপি ও জমা দেওয়া হয়। প্রতিবাদীদের পক্ষে অসীম দাস ও কৌশিক ভৌমিক বলেন বিষয়টি পুলিশকে জানানো হয়েছে পুলিশ যথাযথ ব্যবস্থা না নিলে আগামী দিনে তারা আবার পথে নেবে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেবে। এদিনের এই প্রতিবাদী কর্মসূচি কোলাঘাটের সর্বস্তরের মানুষজন সমর্থন জানিয়ে অবিলম্বে এই সমস্যার আশু সমাধান চেয়েছে।