বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকগত ২৪ শে জুন রাজ্য সরকারের ঘোষণার পরিপ্রেক্ষিতে ২৫ শে জুন মাইকিং করে বস্তি বাসীদের উঠিয়ে দেওয়া নির্দেশ ঘোষণা করে পাঁশকুড়া পৌরসভা। প্রতিবাদ স্বরূপ পাঁশকুড়া বাজার সহ পৌরসভায় বস্তিবাসীরা বিক্ষোভ কর…
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
গত ২৪ শে জুন রাজ্য সরকারের ঘোষণার পরিপ্রেক্ষিতে ২৫ শে জুন মাইকিং করে বস্তি বাসীদের উঠিয়ে দেওয়া নির্দেশ ঘোষণা করে পাঁশকুড়া পৌরসভা। প্রতিবাদ স্বরূপ পাঁশকুড়া বাজার সহ পৌরসভায় বস্তিবাসীরা বিক্ষোভ কর্মসূচি গ্রহণ ও করে।
বুধবার গরিব বস্তিবাসীরা বস্তি উন্নয়ন কমিটির আহ্বানে তমলুকে জেলা শাসকের নিকট এলাকায় দু হাজার এরও বেশি মানুষের স্বাক্ষর করে বিক্ষোভ প্রদর্শন করল এবং ডেপুটেশন দিল।
আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয় আমরা দরিদ্র মানুষ কয়েক বছর মেদিনীপুর ক্যানেলের উভয় পাড়ে বসবাস করছি। বর্তমানে এটি পরিত্যক্ত খাল। তবু ও আমাদের এখান থেকে উঠে যেতে হবে বলে পৌরসভা ঘোষণা করেছে। এতে আমরা আতঙ্কিত। উচ্ছেদ করলে ছেলে মেয়ে বৃদ্ধ বাবা মাকে নিয়ে খোলা আকাশের নিচে আমাদের থাকতে হবে রোদ বৃষ্টিতে। তাই আমরা জেলা শাসকের কাছে দাবি জানাচ্ছি, যদি কোন বৃহত্তর সামাজিক স্বার্থে সেচ দপ্তরের জায়গা থেকে আমাদের উঠে যেতে হয় তবে তার পূর্বে আমাদের সরকারি উদ্যোগে পুনর্বাসন দিতে হবে।
সমরেন্দ্রনাথ মাঝি, লক্ষীকান্ত সাঁতরা, মেহেমুুদ মল্লিক সহ ৬ জনের প্রতিনিধি দল ডেপুটেশনে যান। অতিরিক্ত জেলা শাসক ডেপুটেশন গ্রহণ করে। প্রায় দুই শতাধিক মানুষ এই আন্দোলনে অংশ নিয়েছিল।