Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

খুদে বিজ্ঞানকর্মী শুশ্রুত ঘোষালের জন্মদিন উপলক্ষ্যে রক্তাদান ও চারাগাছ বিতরণ

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.... মঙ্গলবার খুদে বিজ্ঞান কর্মী  শুশ্রুত ঘোষালের জন্মদিন উপলক্ষ্য করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা কেন্দ্রীয় বিজ্ঞান সভার  ব্যাবস্থাপনায় ইন হাউস রক্তদান শিবির এবং চারাগাছ বিতরণ কর্…

 


নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.... মঙ্গলবার খুদে বিজ্ঞান কর্মী  শুশ্রুত ঘোষালের জন্মদিন উপলক্ষ্য করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা কেন্দ্রীয় বিজ্ঞান সভার  ব্যাবস্থাপনায় ইন হাউস রক্তদান শিবির এবং চারাগাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড সেন্টারে ।এই কর্মসূচি তে ৬ জন মহিলা সহ মোট ১১ জন রক্তদাতা রক্তদান করেন।এদের মধ্যে প্রথমবার রক্ত দিলেন চারজন রক্তদাতা। রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ তারাপদ ঘোষ,বিশিষ্ট শিক্ষক মুক্তি বিনোদ পাল, বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক ড. সুধাপদ বসু, কার্যকরী সভাপতি ড.দিলীপ চক্রবর্তী , সহ-সভাপতি অধ্যাপিকা সুজাতা মাইতি, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তথা কেন্দ্রী বিজ্ঞান সভার সম্পাদক চন্দ্রশেখর দাস, জেলা কমিটির সদস্য কাঞ্চন ভৌমিক, অভিজিৎ দাশ গোস্বামী, জেলা কাউন্সিল সদস্য সুদীপ কুমার খাঁড়া,অভিজিৎ মাইতি  এবং সংগঠনের কেন্দ্রীয় বিজ্ঞান সভার সদস্য বৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন শুশ্রুত ঘোষাল ও তার পরিবারের সদস্যরা। উপস্থিত সকলে শুশ্রুতকে জন্মদিনের শুভেচ্ছা জানান।