Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাট ময়নাতে বিজেপির থানায় ডেপুটেশন, তমলুকে ভারতীয় মজদুর সংঘের জেলা শাসক কে স্মারকলিপি

বাবলু বন্দ্যোপাধ্যায়।    তমলুকআর জি কর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার কে ধর্ষণ করে নৃশংস হত্যার ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টি কলকাতার স্বাস্থ্য ভবন অভিযান ছিল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে গ্রেপ্তার ও সেই …

 


বাবলু বন্দ্যোপাধ্যায়।    তমলুক

আর জি কর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার কে ধর্ষণ করে নৃশংস হত্যার ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টি কলকাতার স্বাস্থ্য ভবন অভিযান ছিল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে গ্রেপ্তার ও সেই সঙ্গে পুলিশের বেপরোয়া লাঠিচার্জের প্রতিবাদে শুক্রবার ছিল থানায় থানায় ডেপুটেশন। ডেপুটেশনকে সামনে রেখে তমলুক সাংগঠনিক জেলার কোলাঘাট ও ময়নাতে ডেপুটেশনে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। কোলাঘাটে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইত, জেলা পরিষদের সদস্যা পূর্ণিমা দাস, দেবব্রত পট্টনায়ক, শেখ সাদ্দাম হোসেন প্রমুখ নেতৃত্ব। ময়না থানা ঘেরাও কর্মসূচিতে বিজেপি নেতৃত্ব চন্দন মন্ডল, সম্রাট সামন্ত, গৌতম গুরু, প্রসেনজিৎ ভৌমিক, রবি মুখার্জি,  জেলা পরিষদের সদস্য উত্তম সিংহ উপস্থিত ছিলেন। দুটি স্থানেই ব্যাপক পুলিশি বন্দোবস্তের ব্যবস্থা করেছিল প্রশাসন। শান্তিপূর্ণভাবে স্মারকলিপি গ্রহণ করেছে প্রশাসন। অন্যদিকে তমলুকের জেলাশাসক অফিসে ভারতীয়  মজদুর সংঘের উদ্যোগে আর জি করে মহিলা ডাক্তারের নৃশংস হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করে উপযুক্ত শাস্তির দাবি নিয়ে ডেপুটেশন দিল। সংগঠনের জেলা সম্পাদক চন্দন প্রামানিক জানান মহিলা ডাক্তার যেভাবে নৃশংসভাবে খুন হয়েছে দোষীদের উপযুক্ত শাস্তি না হলে পুনরায় জেলা শাসক অফিসের সামনে এসে ধর্না বিক্ষোভ কর্মসূচি নেবে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখা হচ্ছে।