বাবলু বন্দ্যোপাধ্যায় মহিষাদলপূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের বাড় অমৃতবেরিয়া গ্রামে রূপনারায়ণ নদের বাঁধ হঠাৎ বসে যাওয়াকে কেন্দ্র করে এলাকার মানুষজন আতঙ্কগ্রস্ত । স্থানীয় মানুষজন ওই বসে যাওয়া অংশে মাটির বস্তা দিয়ে সারানো…
বাবলু বন্দ্যোপাধ্যায় মহিষাদল
পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের বাড় অমৃতবেরিয়া গ্রামে রূপনারায়ণ নদের বাঁধ হঠাৎ বসে যাওয়াকে কেন্দ্র করে এলাকার মানুষজন আতঙ্কগ্রস্ত । স্থানীয় মানুষজন ওই বসে যাওয়া অংশে মাটির বস্তা দিয়ে সারানোর কাজে ব্যস্ত।
ঘটনাস্থলে বিডিও ইরিগেশনের এসডিও থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিরা বসে যাওয়া অংশে মেরামতির কাজে তদারকি করছে। প্রায় ১০০ ফুট কংক্রিটের রাস্তা সহ বাঁধ বসে যাওয়ার ফলে নদী বাঁধ দিয়ে তমলুক কোলাঘাট যাতায়াতকারী মানুষজনরাও চরম সমস্যার মধ্যে পড়েছে। বাঁধ বসে যাওয়ার পর সংশ্লিষ্ট এলাকার ৮৬ টি মৌজার মানুষজন চরম আতংকের মধ্যে দিন কাটাচ্ছে। স্থানীয় বাসিন্দা আঙ্গুরবালা অধিকারী জানান রাতে যখন হঠাৎ বাঁধ বসে যাওয়ার খবর আছে তখন সবাই আমরা আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসি সারারাত ঘরের মধ্যে জেগেই কাটাতে হয়েছে ওই আতঙ্কে।
অমৃতবেরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পরেশ চন্দ্র পানিগ্রাহী জানান গত একমাস আগে সামান্য ফাটল দেখা দিয়েছিল বাঁধে। পঞ্চায়েতের পক্ষ থেকে প্রশাসনিক দপ্তরে বারংবার জানানো হয়েছে। বর্তমানে বাঁধ প্রায় ১০০ মিটার বসে যাওয়ায় রূপনারায়ণ নদে খরস্রোতা জোয়ার ভাঁটা খেলে বাকি যতটুকু অংশ এখনো রয়েছে তা যে কোন মুহূর্তে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঘটনাস্থলে প্রশাসনের কর্মকর্তারা এসে তদারকি করছে এটা ভালো দিক।
মহিষাদল ব্লকের বিডিও বরুনাশিস সরকার ও জেলার সেচ আধিকারিক( এসডিও) সৈনাভ সিনহা শনিবার পরিদর্শনে এসে জরুরী ভিত্তিতে বাঁধ মেরামত করা হবে বলে আশ্বাস দিয়েছে স্থানীয় মানুষদের।
মহিষাদল ব্লকের অন্যতম বিজেপি নেতৃত্ব রঘুনাথ পন্ডা জানান বাঁধে যখন প্রথম ফাটল দেখা দেয় সেই সময় থেকে প্রশাসন তদারকি করলে এলাকার মানুষজনদের কে এখন আতঙ্কের মধ্যে থাকতে হত না।
এই অমাবস্যার কটালে রূপনারায়ণের জল স্তর বৃদ্ধি পেলে বাঁধের যা অবস্থা তা রক্ষা করা যাবে কিনা সন্দেহ প্রকাশ করেছেন। তিনি জানান বাঁধ মেরামতির কাজে গ্রামবাসীরা ঝাঁপিয়ে পড়েছে।