Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুক সাংগঠনিক জেলা বিজেপির অধীন ব্লকে ডেপুটেশন বিক্ষোভ কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত

বাবলু বন্দ্যোপাধ্যায়।     তমলুকআরজি কর কাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীদের গ্রেপ্তার সহ ফাঁসির দাবি এবং সেই সাথে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে তমলুক সাংগঠনিক জেলার বিভিন্ন ব্লকে ডেপুটেশন কর্মসূচি সফল বলে দাবি করলেন সভানেত্রী …


 বাবলু বন্দ্যোপাধ্যায়।     তমলুক

আরজি কর কাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীদের গ্রেপ্তার সহ ফাঁসির দাবি এবং সেই সাথে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে তমলুক সাংগঠনিক জেলার বিভিন্ন ব্লকে ডেপুটেশন কর্মসূচি সফল বলে দাবি করলেন সভানেত্রী তাপসী মন্ডল।

 কোলাঘাট বিডিও অফিসে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে এসে চাঁচা ছোলা ভাষায় রাজ্য সরকার যেভাবে শাসন কার্য পরিচালনা করছেন তার তীব্র সমালোচনা করেন। সেই সঙ্গে তিনি বলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা অথচ মহিলারা নির্যাতিত শোষিত বঞ্চিত ধর্ষিতা তার দিকে নজর দেওয়ার সময় পান না। মানুষ আজকে পথে নেমেছে সরকারের কার্যকলাপ যেভাবে চলছে তাকে সামনে রেখে । সরকার যে মনোভাব প্রকাশ করছেন বর্তমানে তার বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি আগামী দিনে চালিয়ে যাব বলেও তিনি কর্মী সমর্থকদের কাছে বক্তব্য তুলে ধরেন।

 উপস্থিত ছিলেন বিজেপি নেতা দেবব্রত পট্টনায়ক, শেখ সাদ্দাম হোসেন, তাপস পাত্র, শিশির মন্ডল, বিশ্বনাথ রাম, প্রসেনজিৎ সরকার। শহীদ মাতঙ্গিনী ব্লকে দলীয় কর্মী সমর্থকরা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা শুরু করেন। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইত, সদস্যা পূর্ণিমা দাস, শহীদ মাতঙ্গিনী ব্লকের সহ-সভাপতি অরুণাভ  মহাপাত্র, মধুসূদন মন্ডল, গনেশ ভঞ্জ ও রঘুনাথ রানা।

 ময়না ব্লকে দলীয় কর্মী সমর্থকরা মিছিল করে বিডি ও অফিসের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। ছিলেন চন্দন মন্ডল, সম্রাট সামন্ত থেকে শুরু করে জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব। 

পাঁশকুড়া ব্লকে বিক্ষোভ কর্মসূচিতে মহিলাদের উপস্থিতি ছিল নজর কারা। তমলুক ব্লকে জেলা বিজেপির অন্যতম নেতৃত্ব আশিস মন্ডলের নেতৃত্বে বিক্ষোভকারীরা বিডি অফিসের সামনে গিয়ে বিক্ষোভ দেখায়। মহিষাদলেও সমর্থকরা বিডিও অফিসের সামনে গিয়ে আরজি করের ঘটনার প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবি তুলে।