Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন কর্মশালা কোলাঘাটে

বাবলু বন্দ্যোপাধ্যায়।   কোলাঘাটপূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট শহরে শুরু হল কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন কর্মশালা। রাজ্যের ১৬ টি জেলার প্রায় ২০০ জন মানুষ এতে উপকৃত হবেন বলে জানা গেছে। এনারা পথ দুর্ঘটনা থেকে শুরু করে বিভিন্ন কারণে নিজ…

 


বাবলু বন্দ্যোপাধ্যায়।   কোলাঘাট

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট শহরে শুরু হল কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন কর্মশালা। রাজ্যের ১৬ টি জেলার প্রায় ২০০ জন মানুষ এতে উপকৃত হবেন বলে জানা গেছে। এনারা পথ দুর্ঘটনা থেকে শুরু করে বিভিন্ন কারণে নিজেদের হাত-পা হারিয়েছেন চিরতরে। এই কর্মশালায় প্রয়োজনীয় সামগ্রী ও যন্ত্রপাতির মাধ্যমে একটি অস্থায়ী কারখানা গড়ে তোলা হয়েছে বলা যায় এই স্থানে। ভিন রাজ্যের চিকিৎসক থেকে শুরু করে দক্ষ কর্মীরা দিনে রাত এক করে হাত পা তৈরি করে চলেছেন‌। উদ্যোক্তাদের পক্ষে সন্তু হাজরা জানান পুরুলিয়া বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ সহ দু-দূরান্তের পেসেন্ট সহ তাদের বাড়ির লোকজনদের এখানে থাকা-খাওয়া সব রকমের ব্যবস্থা গড়ে তোলা হয়েছে‌। ভিন রাজ্য থেকে আগত চিকিৎসক সুমন সিং বলেন দেশ জুড়ে এই কাজ করছি। এই রাজ্য নয় এত সংখ্যক অঙ্গহীনদের নিয়ে এই ধরনের কর্মযজ্ঞ সচরাচর দেখা যায় না। আর্টিফিশিয়াল লিম্ব তৈরি ক্ষেত্রে কোলাঘাটের এই অ্যারেজমেন্ট খুবই উল্লেখযোগ্য।