Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভোগপুর থেকে চাঁইপুর রাস্তা জলের তলায়, এলাকার মানুষদের ভোগান্তি নিকাশি ব্যবস্থা না থাকার জন্যই এই অবস্থা

বাবলু বন্দ্যোপাধ্যায়।   কোলাঘাটপূর্ব মেদিনীপুর জেলার ভোগপুর থেকে চাঁইপুর রাস্তা নিম্নচাপের বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়ল। স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ চরম অসুবিধার মধ্যে পড়েছে। নিকাশি ব্যবস্থা সঠিকভাবে …

বাবলু বন্দ্যোপাধ্যায়।   কোলাঘাট

পূর্ব মেদিনীপুর জেলার ভোগপুর থেকে চাঁইপুর রাস্তা নিম্নচাপের বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়ল। স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ চরম অসুবিধার মধ্যে পড়েছে। নিকাশি ব্যবস্থা সঠিকভাবে রুপায়ন না হওয়ার জন্যই নিম্ন এলাকার রাস্তাগুলি জনমগ্ন হচ্ছে বলে সূত্র মারফত জানা গেছে। এলাকার মানুষজনরা বলছে রাস্তার প্রায় হাঁটু সমান জলের অন্যতম কারণ দীর্ঘদিন ধরে সোয়াদীঘি ও সহযোগী খাল গুলি সংস্কার না হওয়ায় জন্য। বেশ কয়েক বছর কোলাঘাট ব্লকের গুরুত্বপূর্ণ খালগুলি সংস্কার না হওয়ার জন্যই বেহাল হয়ে পড়েছে নিকাশি ব্যবস্থা। আরেকটি অন্যতম কারণ সোয়াদিঘি সহ তার সহযোগী খালগুলিতে ব্যাপক পরিমাণে কচুরিপানা থাকায় জল নিষ্কাশনের ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। উল্লেখ করা যায় এই রাস্তাটি কৃষি সম্প্রদায় মানুষজনদের কাছে বিশেষভাবে উল্লেখযোগ্য। এই রাস্তা ব্যবহার করেই বিভিন্ন স্থানের সবজি বিক্রেতা থেকে শুরু করে রুটি রোজগারের পথ ওই এলাকার প্রান্তিক মানুষদের। বর্তমানে দু-তিন দিনের ব্যাপক বৃষ্টিতে রাস্তা বিপর্যস্ত হয়ে পড়ায় বাড়িঘর থেকে যেমন মেয়েরা বেরোতে পারছে না এমনি ছোট ছোট বাচ্চারা একপ্রকার ঘরবন্দি হয়ে পড়েছে। ওই এলাকার গণআন্দোলনের সঙ্গে যুক্ত নবেন্দু ঘড়া এক সাক্ষাৎকারে জানান খালগুলিতে কচুরিপানা ও বিভিন্ন কারণে জল নিষ্কাশনের বাধা প্রাপ্ত হওয়াতে ইরিগেশনের এসডিও (সেচ) ডেপুটেশন দেওয়া হয়েছিল। আধিকারিক কথা দিয়েছিলেন শীঘ্রই খাল সংস্কারের জন্য  উদ্যোগ নেবেন। কাজ শুরু হয়েছিল, কোন এক অজ্ঞাত কারণে  কাজ  বন্ধ হয়ে যায়। কাজ হলে সমস্যার মুখে পড়তে হতো না। সংশ্লিষ্ট এলাকার মানুষজনদের অভিযোগ ইরিগেশন দপ্তরের অবহেলার জন্যই কয়েক হাজার মানুষকে এই সমস্যার মধ্যে পড়তে হল। তমলুক ইরিগেশন দপ্তর সূত্রের খবর নিম্নচাপের ফলে কাজ বন্ধ রয়েছে । আবহাওয়া স্বাভাবিক অবস্থায় এলে কাজ পুনরায় শুরু হবে।