Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভেলোরে চিকিৎসাধীন বাংলাদেশের শিশু জাবিরের অপারেশনের প্রয়োজনে রক্ত দিলেন মেদিনীপুরের সুরজিৎ সরকার

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.... দক্ষিণ ভারতের ভেলোরের সি এম সি হাসপাতালে তৈরি হলো মানবতার অনন্য নজির। বাংলাদেশের বছর পাঁচেকের শিশু জাবির আব্দুলাহের অপারেশনের প্রয়োজনে রক্ত দিতে এগিয়ে এলেন মেদিনীপুর সুরজিৎ চৌধুরী। দিন কয়েক আগে …

 


নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.... দক্ষিণ ভারতের ভেলোরের সি এম সি হাসপাতালে তৈরি হলো মানবতার অনন্য নজির। বাংলাদেশের বছর পাঁচেকের শিশু জাবির আব্দুলাহের অপারেশনের প্রয়োজনে রক্ত দিতে এগিয়ে এলেন মেদিনীপুর সুরজিৎ চৌধুরী। দিন কয়েক আগে সিএম সি ভেলোরে  বছর পাঁচেকের শিশুপুত্র জাবিরের আব্দুলাহ হৃদযন্ত্রের সমস্যার  চিকিৎসা করাতে  বাংলাদেশের টাঙ্গাইল থেকে এসেছেন মহম্মদ সাইফুল এবং তাঁর স্ত্রী। চাহিদা মতো রক্ত যোগাড় না হওয়ায় আটকে রয়েছিল অপরেশন। বিষয়টি সোমবার কথায় কথায় জানতে পারেন সুরজিৎ সরকার ও তাঁর স্ত্রী পাপিয়া চৌধুরী সরকার দিদি।পুত্র অর্পিত সহ সরকার দম্পতি বর্তমানে ভেলোরে রয়েছেন পাপিয়া চৌধুরী সরকারের চিকিৎসার প্রয়োজনে। 
রক্তের প্রয়োজনের বিষয়টি জানতে পেরে রক্ত দিতে এগিয়ে আসেন এবি পজেটিভ রক্তের অধিকারী সুরজিৎ সরকার দাদা। সেইমতো মঙ্গলবার সকালে রক্তদান সম্পন্ন হয়। উল্লেখ্য মেদিনীপুরের সরদাপল্লী-নবীনাবাগ এলাকার বাসিন্দা সুরজিৎ সরকার একজন নিয়মিত রক্তদাতা। সুরজিৎ বাবু রক্ত দেওয়ায় জাবিরের অপারেশনের কোন বাধা রইলো না।
জাবিরের পিতা-মাতার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে সরকারে পরিবারের প্রতি। পাশাপাশি বাংলাদেশে বেড়াতে যাওয়ার আমন্ত্রণও জানিয়েছেন তাঁরা। রক্তদান করতে পেরে খুশি সরকার পরিবার ।ভেলোর থেকে সুরজিৎ সরকার,পাপিয়া চৌধুরী সরকারের জানান তাঁরা চান অপারেশন সাকসেসফুল হোক এবং দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুক জাবির।