Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাট পাঁশকুড়ায় কথামত ১০ টি জেসিবি মেশিন খাল সংস্কারের কাজ শুরু না করায় ক্ষোভ

বাবলু বন্দ্যোপাধ্যায়।    তমলুকপূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাজি সোয়াদিঘি খাল পরিদর্শনে আসেন গত ৭ই অক্টোবর। এলাকার ভয়াবহ পরিস্থিতি খতিয়ে দেখে উনি সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কে নির্দেশ দিয়েছিলেন খালের রাম…



বাবলু বন্দ্যোপাধ্যায়।    তমলুক

পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাজি সোয়াদিঘি খাল পরিদর্শনে আসেন গত ৭ই অক্টোবর। এলাকার ভয়াবহ পরিস্থিতি খতিয়ে দেখে উনি সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কে নির্দেশ দিয়েছিলেন খালের রামতারক থেকে নোনাকুড়ি পর্যন্ত অংশে দশটি জেসিবি মেসিন নামিয়ে পাঁচ দিনের মধ্যে জল নিকাশিতে বাধা সৃষ্টিকারী অংশগুলি পরিষ্কার করার। এখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে মাত্র চারটি মেশিন সেচ দপ্তর নামাতে পেরেছে‌। তাও আবার সব মেশিনগুলি একসঙ্গে কাজ করছে না। এই প্রেক্ষিতে জেলাশাসক সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখবার জন্য সোমবার জেলা শাসক দপ্তরের কনফারেন্স হলে এক উচ্চপর্যায়ের সভা ডাকেন। সভায় জেলা শাসক ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন নেহা বন্দ্যোপাধ্যায়, সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবব্রত সরকার, তমলুকের মহকুমা শাসক দিব্যেন্দু মজুমদার সহ কোলাঘাট পাঁশকুড়া শহীদ মাতঙ্গিনী তমলুক ব্লকের ভিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতিগণ। আন্দোলনকারী সংগঠনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা বন্যা ভাঙ্গন প্রতিরোধ কমিটির সম্পাদক নারায়ণ চন্দ্র নায়েক, সোয়াদিঘী খাল সংস্কারের সম্পাদক মধুসূদন বেরা। 

সভা থেকে আরো দুটি মেশিন নামানোর সিদ্ধান্ত নেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। সেই সঙ্গে আরও সিদ্ধান্ত নেওয়া হয় মহকুমা শাসক ও শেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের উপস্থিতিতে সোয়াদিঘি থেকে নারায়ণ পাকুরিয়া পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে নিয়ে যৌথ পরিদর্শন করা হবে। সেই সঙ্গে দুই ব্লকের অন্তর্গত শাখাখাল গুলি ও একইভাবে পরিদর্শন করা হবে। সামগ্রিকভাবে পূর্ণাঙ্গ ডিপিআর তৈরি করে জেলা শাসকে জমা দেওয়া হবে। জানা যায় গত সাত দিনে গড়ে প্রতিদিন এক ইঞ্চি করে জমা জল বের হচ্ছে সংশ্লিষ্ট এলাকা থেকে। এলাকার নানান ধরনের চর্ম রোগের পাদুর্ভাব দেখা দিয়েছে। দাবি উঠেছে আরও বেশি করে জেসিবি মেশিন খাল পরিষ্কার এর জন্য নামানোর। 

কোলাঘাট ব্লকের আরো একটি গুরুত্বপূর্ণ নিকাশি খাল এলাকার জল নিকাশের অভাবে কুড়ি পঁচিশটি গ্রাম মাসখানেক জলমগ্ন। জমা জল দ্রুত বের করার বিষয়ে কোলাঘাট ব্লকের বিডিও অফিসে সোমবার অনুরূপ একটি প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিডিও ছাড়া উপস্থিত ছিলেন সেচ দপ্তরের এস ডি ও। সভা থেকে জল নিকাশিতে বাধা সৃষ্টিকারী গোবিন্দচকের দুটি বেআইনি মাছের ভেড়ি মধ্যবর্তী নাসা খাল অবিলম্বে সংস্কারের বিষয় নির্দেশ দেওয়া হয়।