Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

"মরণোত্তর চক্ষুদান"

🙏"মরণোত্তর চক্ষুদান" 🙏 আমাদের বাহারপোতা গ্রামের বাসিন্দা তথা আমার বাবার বাল্য বন্ধু ও আমাদের পারিবারিক আত্মীয় রজনিকান্ত ভক্তা আজ বেলা ১২.৫০ নাগাদ নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বয়স হয়েছিল ৭৯ বছর। ছোট…

 


🙏"মরণোত্তর চক্ষুদান" 🙏

 আমাদের বাহারপোতা গ্রামের বাসিন্দা তথা আমার বাবার বাল্য বন্ধু ও আমাদের পারিবারিক আত্মীয় রজনিকান্ত ভক্তা আজ বেলা ১২.৫০ নাগাদ নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বয়স হয়েছিল ৭৯ বছর। ছোট বেলা থেকেই আমি জেঠু বলে ডাকতাম। পরিবারের সদস্যদের সম্মতিতে রজনি জেঠুর কর্নিয়া দুটি সংগ্রহ করা হল।

রজনি জেঠুর আত্মার শান্তি কামনা করি।বড়োমা, জেঠুর তিন পুত্র সুভাষ দা, অলক দা, তুহিন ভাই : তিন পুত্র বধু , নাতি নাতনি সহ সংশ্লিষ্ট সকলকেই আন্তরিক কৃতজ্ঞতা ও সমবেদনা জানাই।

বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতন(চৈতন্যপুর, হলদিয়া,পূর্ব মেদিনীপুর)আই ব্যাঙ্ক এর টিম কর্নিয়া দুটি সংগ্রহ করেন। 

কর্নিয়া সংগ্রহের সময় উপস্থিত থেকে সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা জানাই অশোক কুমার পাইক দাদাকে ও আই ব্যাঙ্কের বিশ্বজিত মাইতি দাদাকে।

অশোক কুমার পাইক, সৌমেন গায়েন, রবীন্দ্রনাথ কর, মনিশংকর মাজী, সৌমিত্র মান্না দাদাদের মত সহযোগীদের সহযোগিতায় মরণোত্তর চক্ষুদানের কাজ অব্যাহত থাকুক এই কামনা করি। 🙏

 ছবি ঋণ :- সৌভিক সামন্ত (আমার বড় পুত্র)

নমস্কারান্তে :- প্রশান্ত সামন্ত :: বাহারপোতা, পাঁশকুড়া,তমলুক, পূর্ব মেদিনীপুর। 

৭৯০৮৩১০০৮৪/৯৭৩২৭৪৮৭৮৫