৩১ বছরে পড়ল দুই মেদিনীপুর থেকে একযোগে প্রকাশিত জ্বলদর্চি। শনিবার মেদিনীপুর শহরের লোকনাথ পল্লির পত্রিকা দপ্তরে হল শারদ উৎসব। উৎসবে বারবার উঠে আসে জাস্টিস ফর আর জি কর প্রসঙ্গ।
স্মারক সম্মান জানানো হয় যন্ত্রসংগীত শিল্পী অরূপ দণ্ডপাট,…
৩১ বছরে পড়ল দুই মেদিনীপুর থেকে একযোগে প্রকাশিত জ্বলদর্চি। শনিবার মেদিনীপুর শহরের লোকনাথ পল্লির পত্রিকা দপ্তরে হল শারদ উৎসব। উৎসবে বারবার উঠে আসে জাস্টিস ফর আর জি কর প্রসঙ্গ।
স্মারক সম্মান জানানো হয় যন্ত্রসংগীত শিল্পী অরূপ দণ্ডপাট, কবি অরুণ দাস, গায়িকা গার্গী ভট্টাচার্য, বাচিকশিল্পী সঞ্জীব ভট্টাচার্য-কে৷
প্রকাশ পেল একাধিক পত্রিকা ও বই। জ্বলদর্চি উৎসব সংখ্যায় রয়েছে সাক্ষাৎকার, অণুগল্প, কবিতা। জ্বলদর্চির এবারের বিশেষ সংখ্যার বিষয় —লিটল ম্যাগাজিন। প্রকাশ পায় অভিজিৎ দে সম্পাদিত 'গঙ্গা আমার মা'। পত্রিকার বিষয় : নদী, মন ও আধ্যাত্মিকতা। অমর সাহার কবিতার বই 'কঙ্কাল' প্রকাশ পায়। জ্বলদর্চি প্রকাশনা থেকে বেরুল তিনটি নতুন বই। চিত্রা ভট্টাচার্য-র ভ্রমণ কাহিনি 'কালের অতল তলে কলোরাডো'। সর্বজয়া নন্দ আচার্যের কবিতার বই 'রাত্রির তপস্যা'। সুমিত্রা ঘোষের প্রবন্ধগ্রন্থ 'Stories of Women's Achievement.
এদিন অরূপ দণ্ডপাটের যন্ত্রসংগীত দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। নারী সুরক্ষা নিয়ে বক্তব্য রাখেন গার্গী ভট্টাচার্য।
উপস্থিত ছিলেন চন্দন বসু, মহাদেব মণ্ডল, সালেহা খাতুন, শুভ্রাংশু শেখর আচার্য্য, তাপস মিশ্র, সুমন রায়, শুভদীপ বসু, আবীর ভট্টাচার্য, বিশ্বরঞ্জন ঘোড়ই, তাপস কুমার দত্ত, পুষ্পেন্দু বিকাশ বাগ, নরেন হালদার, সিদ্ধার্থ সাঁতরা, শ্রীমা দেবী করণ, তৃণা মণ্ডল, সুমিত্রা মাহাত, গৌতম মাহাত, অনিন্দিতা শাসমল, সব্যসাচী লাহা, বিপুলকুমার দে, তনুশ্রী ভট্টাচার্য, সৌমেন রায় প্রমুখ। সূত্রধর হিসাবে ছিলেন সঞ্জীব ভট্টাচার্য।
সম্পাদক ঋত্বিক ত্রিপাঠী জানান, "আরজিকর ঘটনা আমাদের আওকলকেই নাড়া দিয়েছে। তাই এবার উৎসবে রঙ নেই। আনন্দ নেই।" উপস্থিত সবাইকে তিনি আন্তরিক অভিনন্দন জানান।