Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাট ও পাঁশকুড়া বন্যা কবলিত এলাকায় বানভাসি মানুষদের পাশে শিক্ষক সংগঠন

বাবলু বন্দ্যোপাধ্যায়।    তমলুককাঁসাই নদীর বাঁধ ভেঙে পাঁশকুড়া ও কোলাঘাট এলাকার বিস্তীর্ণ এলাকা প্লাবিত। এলাকা থেকে জল নেবে গেলেও একেবারে নিম্ন এলাকা এখন জলমগ্ন। বিভিন্ন শিক্ষক সংগঠন বন্যা কবলিত এলাকায় মানুষদের জন্য সাহায্যের হা…

 


বাবলু বন্দ্যোপাধ্যায়।    তমলুক

কাঁসাই নদীর বাঁধ ভেঙে পাঁশকুড়া ও কোলাঘাট এলাকার বিস্তীর্ণ এলাকা প্লাবিত। এলাকা থেকে জল নেবে গেলেও একেবারে নিম্ন এলাকা এখন জলমগ্ন। বিভিন্ন শিক্ষক সংগঠন বন্যা কবলিত এলাকায় মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে‌। বন্যা কবলিত এলাকায় পানীয় জল থেকে শুরু করে শুকনো খাওয়ার সাহায্যে করতে দেখা গেল শিক্ষক সংগঠন এ এস এফ এইচ এম কে। উপস্থিত ছিলেন রাজ্যের সহ-সভাপতি সুব্রত কুমার বুড়াই, জেলা সম্পাদক মৃন্ময় মাজি, তমলুক মহকুমার সম্পাদক নির্মলেন্দু ঘড়া, সহ ব্লক স্তরের নেতৃত্ব। নির্মলেন্দু ঘড়া এক সাক্ষাৎকারে জানান কোলাঘাট ব্লকের কিশোরচক ভোগপুর থেকে শুরু করে পাঁশকুড়া ব্লকের বিভিন্ন স্থানে বন্যার্থ মানুষদের পাশে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। আগামী দিনে এরূপ কর্মসূচি আরও নেওয়া হবে।