Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাটে গোবর দিয়ে গিরি গোবর্ধন পর্বত, দর্শনার্থীরা মেতেছে গোবর্ধন পূজোয়

বাবলু বন্দ্যোপাধ্যায়।   তমলুকপ্রথানুযায়ী দীপাবলির চতুর্থ দিনে  দেশের বিভিন্ন প্রান্তের সাথে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট রাধামাধব মন্দিরে অন্নকূট মহোৎসব উদযাপিত হল শনিবার। প্রায় ৫০ জন সেবাইত ডাল, শুক্ত, ভাজি, পিঠে পুলি, পায়ে…

 


বাবলু বন্দ্যোপাধ্যায়।   তমলুক

প্রথানুযায়ী দীপাবলির চতুর্থ দিনে  দেশের বিভিন্ন প্রান্তের সাথে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট রাধামাধব মন্দিরে অন্নকূট মহোৎসব উদযাপিত হল শনিবার। প্রায় ৫০ জন সেবাইত ডাল, শুক্ত, ভাজি, পিঠে পুলি, পায়েস থেকে মিষ্টান্ন মিলিয়ে ছাপান্ন ব্যঞ্জন পদ রন্ধনের কাজে নিয়োজিত ছিলেন।গোবর দিয়ে তৈরী করা হয় গিরি গোবর্ধন পর্বত।  ভোগ নিবেদনের পর তা অগনিত ভক্তমন্ডলীর মধ্যে মধ্যাহ্ন ভোজনে বিতরণ করা  হয়।  এরসাথে গত বিশদিন ধরে চলছে কঠোর কৃচ্ছ সাধন ও নিয়মানুবর্তিতা র সাথে দামোদর ব্রত মাস উদযাপন। এখন প্রতিদিন কোলাঘাটবাসীর ঘুম ভাঙছে প্রভাতী নগর কির্তনে।  

কোলাঘাট রাধামাধব মন্দিরে গিরি গোবর্ধন পূজায় অন্নকূট মহোৎসব নিয়ে অগণিত ভক্তদের সমাগম ও উৎসাহ ছিল নজরে পড়ার মত।আশ্রমের পক্ষে ভীম দাস জানান,"গোবর্ধন পূজো যা অন্নকুট বা অন্নকূট নামেও পরিচিত। অন্নকূট অর্থাৎ খাদ্যের পাহাড়। যা হল একটহিন্দু উৎসব যা প্রথম চন্দ্র দিবসে উদযাপিত হয়। কার্তিকা মাসের উজ্জ্বল পাক্ষিক , দীপাবলির চতুর্থ দিনে। 

অন্নকূট মহোৎসব প্রধানত বৈষ্ণবদের উৎসব হলেও অনেক শাক্ত পরিবারে ও মন্দিরে এর চল আছে। এ পুজোর পিছনে রয়েছে এক পৌরাণিক কাহিনি। বৃন্দাবনবাসীরা ৫৬ রকম পদের ভোগ দিয়ে বৃষ্টির দেবতা ইন্দ্রের পুজো করত। কৃষ্ণ এক বার বৃন্দাবনবাসীদের ইন্দ্রপূজা করতে নিষেধ করেন। এতে দেবতা ইন্দ্র রেগে গিয়ে বৃন্দাবনের উপরে মুষলধারে বর্ষণ করেন। বৃন্দাবনবাসীদের ওই বিপদ থেকে রক্ষার জন্য কৃষ্ণ গোবর্ধন পর্বতকে বৃন্দাবনের উপরে ছাতার মতো করে ধরে থাকেন। ইন্দ্র পরাজিত হন। তার পর থেকে কৃষ্ণের নির্দেশে বৃন্দাবনবাসী কার্তিক মাসে অমাবস্যার পরদিন ‘গিরি গোবর্ধন’-এর পুজো আরম্ভ করেন। "