Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন ২৮ জানুয়ারি

দেবাঞ্জন দাস , কলকাতা:    আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থান : বইমেলা প্রাঙ্গন , সল্টলেক…


দেবাঞ্জন দাস , কলকাতা:    আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থান : বইমেলা প্রাঙ্গন , সল্টলেক। বইমেলার আয়োজন করছেন পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ড। সাংবাদিক সম্মেলনে শুক্রবার এ কথা জানান গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে। 

তাদের তরফ থেকে জানানো হয় গত বইমেলায় ২৭ লক্ষ বইপ্রেমিক এসেছিলেন এবং বই বিক্রি হয়েছিল ২৩ কোটি। তবে গত বছরের যে স্টল ছিল সেই একই সংখ্যক স্টল থাকছে এবারেও বইমেলায়। অতএব স্টলের সংখ্যা বাড়ছে না এবারে। 

এবারে ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় থিম কান্ট্রি হতে চলেছে জার্মানি। 

প্রতিদিন সাংবাদিক সম্মেলনে জার্মান প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

বইমেলায় অন্যতম আকর্ষণ কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল।