বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকপূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির অধীন মেচেদা উদয়নের ৩৩ তম ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হল রবিবার। বিভিন্ন দিনের অনুষ্ঠানের মধ্যে সামাজিক প্রেক্ষাপটে স্বামী বিবেকানন্দ ও নে…
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির অধীন মেচেদা উদয়নের ৩৩ তম ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হল রবিবার।
বিভিন্ন দিনের অনুষ্ঠানের মধ্যে সামাজিক প্রেক্ষাপটে স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশপ্রেম এর উপর আলোচনা সভা, অনুষ্ঠানের প্রাসঙ্গিকতাকে বাড়িয়ে তোলে। দুই বরণ্য নেতার উপর আলোচনা করেন বনমালী পন্ডা। ভিন্ন দিনের নানা অনুষ্ঠানে মেচেদা উদয়নের সভাপতি নির্মল মাইতি, যুগ্ম সম্পাদক শীতল ভৌমিক ও ধীরেন জানা, সাহিত্যিক সুকুমার মাইতি, শিল্প বান্ধব সুকেশ মণ্ডল সহ এলাকার বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।