বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকঅভয়া খুনের দ্রুত বিচার সহ পরিচারিকাদের সপ্তাহে একদিন সবেতন ছুটি,সরকার ঘোষিত ন্যূনতম মজুরী ,বাংলা আবাস যোজনায় সকল পরিচারিকার গৃহ নির্মাণ,কর্মক্ষেত্রে নিরাপত্তা ও মাতৃত্বকালীন ছুটির অধিকার সহ পরিচা…
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
অভয়া খুনের দ্রুত বিচার সহ পরিচারিকাদের সপ্তাহে একদিন সবেতন ছুটি,সরকার ঘোষিত ন্যূনতম মজুরী ,বাংলা আবাস যোজনায় সকল পরিচারিকার গৃহ নির্মাণ,কর্মক্ষেত্রে নিরাপত্তা ও মাতৃত্বকালীন ছুটির অধিকার সহ পরিচারিকাদের পেশাগত একগুচ্ছ দাবীতে সারা বাংলা পরিচারিকা সমিতির পক্ষ থেকে রবিবার পূর্ব মেদিনীপুরের মেচেদায় বিক্ষোভ মিছিল সংগঠিত হল। সেই সঙ্গে বিদ্যাসাগর হলে পরিচালিকাদের নিয়ে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল।
কাকভোরে উঠে প্রত্যন্ত গ্রাম কিংবা শহরতলীর কোন ঘুপচি ঘর থেকে মা -বোনেরা বের হয়ে মধ্যবিত্ত উচ্চ-মধ্যবিত্তদের বাসন ধোয়া,ঘর পরিষ্কার,কাপড় কাচা কিংবা বাবুদের সন্তান প্রতিপালন করে। শত অভাব-অভিযোগ মাথায় নিয়ে সুনিপুন হাতে নির্বাকমুখে প্রতিদিন যারা গুছিয়ে তোলে,সেই পরিচারিকাদের জীবনের কাহিনী বড়ই করুণ।
রাজ্যের বিভিন্ন জেলার একাধিক প্রতিনিধি চোখের জলে জানিয়ে গেল হাড়ভাঙ্গা কঠোর পরিশ্রমের কথা। এর উপর রয়েছে কাজের বোঝা, মাসের শেষে বেতন না পাওয়া, কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতা, কখনো কখনো ধর্ষণ ও খুন করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া ইত্যাদি সমস্যা। নেতৃত্ব দেন সংগঠনের সভানেত্রী লিলি পাল।