বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকসমাজের বুকে পিছিয়ে পড়া অসহায় সম্বলহীন মানুষদের এবার শীতবস্তও দুস্থ ছাত্র ছাত্রীদের স্কুল ব্যাগ প্রদানের মধ্য দিয়ে বাঁশদা মহাত্মা গান্ধী মেমোরিয়াল অরফ্যান হোমের বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন করল পূর্…
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
সমাজের বুকে পিছিয়ে পড়া অসহায় সম্বলহীন মানুষদের এবার শীতবস্তও দুস্থ ছাত্র ছাত্রীদের স্কুল ব্যাগ প্রদানের মধ্য দিয়ে বাঁশদা মহাত্মা গান্ধী মেমোরিয়াল অরফ্যান হোমের বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন করল পূর্ব মেদিনীপুর জেলার মেচেদার বিদ্যাসাগর লাইব্রেরী হলে। সমাজ সেবামূলক কাজের নিরিখে এই সংস্থা প্রতিবছরই এরকম সেবা মূলক কাজের সঙ্গে যুক্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ সেবক সুকুমার মাইতি, ডাঃ সুব্রত জানা, রুকাইয়া সুলতানা, সংস্থার সম্পাদক সুধাংশু মন্ডল, রাজিবুল ইসলাম, পুলিন কান্ডার, অনুষ্ঠানে পৌরহিত্য করেন অবসরপ্রাপ্ত অধ্যাপিকা বন্দনা মজুমদার। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অসিত মল্লিক।