Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বাংলাদেশের ভয়াভহ ঘটনাবলীর প্রতিবাদে কোলাঘাটে স্বতঃস্ফূর্ত মিছিল।

বাবলু বন্দ্যোপাধ্যায়।      তমলুকবাংলাদেশে লাগতার জাতি বিদ্বেষ দাঙ্গা হাঙ্গামার বিরুদ্ধে রবিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে সর্বস্তরের মানুষদের নিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল সংগঠিত হল।  কোলাঘাট বিবেকানন্দ মোড়ে বৈকালে প্রথমে…


 বাবলু বন্দ্যোপাধ্যায়।      তমলুক

বাংলাদেশে লাগতার জাতি বিদ্বেষ দাঙ্গা হাঙ্গামার বিরুদ্ধে রবিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে সর্বস্তরের মানুষদের নিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল সংগঠিত হল।  কোলাঘাট বিবেকানন্দ মোড়ে বৈকালে প্রথমে বিক্ষোভ সমাবেশের পর কোলাঘাটের রাজপথে মিছিল  পরিক্রমা করে। মিছিলের প্রথম সারিতে 

সারাক্ষন সমবেত কন্ঠে "আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি" সংগীত পরিবেশনে অংশ নেন এলাকার বিভিন্ন সংস্থার সাংস্কৃতিক কর্মী, কবি সাহিত্যপ্রেমী, শিক্ষাজীবী থেকে বিশিষ্ট ব্যাক্তিবর্গ। কোলাঘাট শহর পরিক্রমার  সারিতে ছিলেন খোল করতাল সহ প্রায় পঞ্চাশটি গ্রামের হরিনাম সংকীর্তনের প্রতিনিধিবৃন্দ। শান্তির বাণী নিয়ে অংশ নিয়েছিলেন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মপ্রাণ মানুষজন।

 মিছিলের শেষভাগে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল, গনসংগঠন, ক্লাব, সংস্থা, প্রতিষ্ঠানের প্রতিনিধি বৃন্দ। এদিন জমায়েত ছিল চোখে পড়ার মত। সমাজের প্রায় সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেন।

 আহ্বায়কদের পক্ষে প্রবীর সাঁই জানিয়েছেন," একদা একই দেশের মানচিত্রে বেড়ে ওঠা ওপার বাংলায় একদল মানুষ যেভাবে লাগাতার বর্বরোচিত অত্যাচার করে চলেছেন, তাতে করে এপার বাংলার মানুষ আমরা ব্যাথিত বিচলিত আতঙ্কিত। দলমত জাতিধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষের প্রতিবাদ করা উচিত।

সেই প্রতিবাদ ও ক্ষোভ-বিক্ষোভের বার্তা  পৌঁছে যাক সীমান্ত পার করে বিশ্বমানবতার দরবারে। এটাই কাম্য। আমাদের দাবি অবিলম্বে শান্তি প্রতিষ্ঠায় এবং যে যার ধর্মচারণে অধিকার রক্ষায় বাংলাদেশ সরকার কঠোর পদক্ষেপ নিক"।