Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পৌষ মেলা ,কলমে মিঠু ভট্টাচাৰ্য

পৌষ মেলা কলমে মিঠু ভট্টাচাৰ্য দক্ষিণ অয়ন থেকে উত্তর অয়নে,সূর্য দেব চলেন সেই প্রদক্ষিণে।দৃঢ় হবে শীত সন্ধ্যা বাড়বে দিনের শেষে,পৌষ পার্বন পৌষ মেলা পালিত হবে এ দেশে।ঠাকুরবাড়ির তদারকি তে শুরু হল মেলা,৭ ই পৌষ শান্তিনিকেতনে, ধন্য বীরভূম…

 


পৌষ মেলা 

কলমে মিঠু ভট্টাচাৰ্য 

দক্ষিণ অয়ন থেকে উত্তর অয়নে,

সূর্য দেব চলেন সেই প্রদক্ষিণে।

দৃঢ় হবে শীত সন্ধ্যা বাড়বে দিনের শেষে,

পৌষ পার্বন পৌষ মেলা পালিত হবে এ দেশে।

ঠাকুরবাড়ির তদারকি তে শুরু হল মেলা,

৭ ই পৌষ শান্তিনিকেতনে, ধন্য বীরভূম জিলা।

নতুন ফসল কাটার আঘ্রানে মেলার অবদান,

ছাতিম তলায় উপাসনা বৈতালিকের গান।

আশ্রম বাসীরা চলে ছন্দে নাচে গানে,

আতশ বাজির উৎসব সঙ্গে পুলি পিঠের ঘ্রানে।

ব্রাহ্ম মন্দির কাঁচ ঘরের প্রতিষ্ঠানের দিন,

পৌষ মেলার ঐতিহ্য বাজে একতারার বীন।

লোক নৃত্য গান উপজাতীয় খেলার আড়ম্বর,

বাউল গানের কণ্ঠে মাতে সোনাঝুরির চর।

ভুবন ডাঙ্গা কোপাই খোয়াই বাউল গানে মাতে,

পৌষ মেলার আয়োজন ছয় দিন রাতে প্রাতে।

নতুন ধান নলেন গুড় এলো পৌষ মেলায় সবে,

পাটালি খেজুর গুড় নারকোল  পার্বন উৎসবে।

হিমেল রাতে জোছনার সাথে মাদল বাজে ওই,

টুসু পরব পালিত হবে সাঁওতালি গ্রামে সই।

পৌষ মেলা শান্তিনেকেতন এ কেন্দুলি মেলায় চল,

কুটির শিল্প বাউল গান উপজাতির নাচের ঢল।

ভবের মাঝে আমি একা খ্যাপা বাউল নাচে,

হৃদ মাঝারে রাখবে তারে প্রেম পিরিতের সাঁঝে।

উথালি পাথালি গেরুয়া রঙে সোনাঝুরির মাঠ,

পৌষ মেলা সফল হয় শ্রোতা গণের হাট।

চলো সবাই মিলে চলি রবি ঠাকুরের দেশে,

পৌষ মেলার প্রেম আনন্দ নেবো সে প্রেম এমন সর্বনেশে।

🙏❤️🌹💚