Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাটে পিঠেপুলি উৎসবে মেতেছে মহিলারা

বাবলু বন্দ্যোপাধ্যায়।   তমলুকপূর্ব মেদিনীপুর জেলার অন্যতম কোলাঘাট উৎসব কে সামনে রেখে বৃহস্পতিবার কোলাঘাটে মা ও মেয়েদের নিয়ে পিঠেপুলি উৎসব হয়ে গেল। প্রায়  শতাধিক মহিলা বাড়ি থেকে নানা ধর্মীয় পিঠেপুলি তৈরি করে শীতের সোনা রোদ …

 


বাবলু বন্দ্যোপাধ্যায়।   তমলুক

পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম কোলাঘাট উৎসব কে সামনে রেখে বৃহস্পতিবার কোলাঘাটে 

মা ও মেয়েদের নিয়ে পিঠেপুলি উৎসব হয়ে গেল। প্রায়  শতাধিক মহিলা বাড়ি থেকে নানা ধর্মীয় পিঠেপুলি তৈরি করে শীতের সোনা রোদ গায়ে  মেখে পৌষপার্বণের আসর বসিয়েছিলেন উৎসব প্রাঙ্গণে। বিভিন্ন রকমের পিঠের মধ্যে নজর কাড়ে ভাজাপুলি, সরভাজা পিঠে, পাটিসাপটা, সরুচাকলি, চন্দ্রপুলি, দুধপুলি, পোস্ত নারকেল ও খেঁজুরের পিঠে। শীতের আমেজে এই উৎসব দেখতে বহু মানুষের সমাগম ঘটে। গুনগত মানের উপর পুরস্কার সহ সবাইকেই উপহার প্রদান করা হয়। উৎসবের সূচনা করেন করেন রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী ।যাত্রা, নাটক সাংস্কৃতিক প্রতিযোগিতা, শিশু স্বাস্থ্য প্রর্দশনী, মা মেয়েদের নানাবিধ আয়োজন থেকে বিভিন্ন বিষয়ে সভা সেমিনার ও সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। সবুজায়নে প্রচারে গুরুত্ব দেওয়া হয়। 

আয়োজক সংস্থা কোলাঘাট মাতঙ্গিনী সেবা প্রতিষ্ঠানের পক্ষে সন্দিপ রায় চৌধুরী জানান, 

বিভিন্ন জনহিতকর কর্মসূচির সাথে নানা বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার মত ভাবনা নিয়ে প্রত্যেক বছর কোলাঘাট উৎসব সংগঠিত হয়।