বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকপূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট হাইস্কুল প্রাঙ্গণে বুধবার শুরু হল ছেষট্টি তম বর্ষের সারা বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা তথা নাট্যোৎসব। কোলাঘাটে একাঙ্ক নাটক সমিতির পক্ষ হতে সম্পাদক বিজন মিত্র জানিয়েছেন…
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট হাইস্কুল প্রাঙ্গণে বুধবার শুরু হল ছেষট্টি তম বর্ষের সারা বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা তথা নাট্যোৎসব। কোলাঘাটে একাঙ্ক নাটক সমিতির পক্ষ হতে সম্পাদক বিজন মিত্র জানিয়েছেন, এই বছর পাঁচদিন ব্যাপী নাট্যোৎসবে বাংলার দশটি জেলা থেকে ২০ টি নাট্যদল তাদের নাটক নিয়ে হাজির হবেন ।
মূল্যায়নের নিরিখে পাঁচটি প্রযোজনা ছাড়াও শ্রেষ্ঠ অভিনেতা, অভিনেত্রী, পার্শ্ব চরিত্রাভিনেতা, নির্দেশক এবং মঞ্চ, আলোকসম্পাত ও আবহসংগীত র জন্য পুরস্কৃিত করা হবে। নাটকের ফুরসতে থাকছে দর্শকদের নিয়ে নাটক নিয়ে কুইজ ও প্রশ্নোত্তরে শ্রেষ্ঠ দর্শক প্রতিযোগিতা। শেষ দিন২৬শে জানুয়ারি আমন্ত্রণ মূলক নাটকে অংশ নেবে কলকাতা নয়নাটুয়া প্রযোজিত, গৌতম হালদার অভিনিত ও নির্দেশিত নাটক 'মিতালী'। প্রথম দিনের প্রথম নাটক কোলাঘাট অংকুর নিবেদিত 'পদক্ষেপ' দিয়ে শুরু হয়।