অরুণ কুমার সাউ, হলদিয়া: পথ দুর্ঘটনার সংখ্যা ক্রমবর্ধমান। পথচারী, চালক, আরোহী সবাই চলেন নিজের নিয়মে নিজের তৈরী পথে। ফলে এক একটি দুর্ঘটনায় এক একটি পরিবারে নেমে আসে মৃত্যুর করাল ছায়া। এর থেকে মুক্তি পেতে সবাইকে নিয়ম মেনে রাস্তায় চল…
অরুণ কুমার সাউ, হলদিয়া: পথ দুর্ঘটনার সংখ্যা ক্রমবর্ধমান। পথচারী, চালক, আরোহী সবাই চলেন নিজের নিয়মে নিজের তৈরী পথে। ফলে এক একটি দুর্ঘটনায় এক একটি পরিবারে নেমে আসে মৃত্যুর করাল ছায়া। এর থেকে মুক্তি পেতে সবাইকে নিয়ম মেনে রাস্তায় চলতে হবে, চালাতে হবে গাড়ি।
এই বার্তা নিয়ে *হলদিয়ার নাট্য প্রহরী* সংশপ্তক হলদিয়া নাট্যদল নেমেছে পথে। কলেজ পড়ুয়া নাট্য কর্মী অনুপমা -সাত্বিক, বরুন-অর্পিতা. বাপন - সুসুপ্তিরা পথনাটকের মাধ্যমে পথ নিরাপত্তার নিয়ম শেখাচ্ছেন। নাটককার যুগজিৎ নন্দের লেখা -‘পথে এবার নামো সাথী' নাটক নিয়ে বাপন দাসের নির্দেশনায় সংশপ্তক হলদিয়া নাট্য পরিবেশন করলেন শিল্পশহর হলদিয়ার হলদিয়া পেট্রো কেমিক্যালসের প্লান্ট এরিয়াতে।
নাটক দেখে দর্শক বন্ধুরা বললেন তাঁরা আর কখনো নিয়ম ভাঙবেন না । জানুয়ারী জুড়ে এই নাট্যর প্রদর্শন চলবে জানালেন সংশপ্তকের কর্ণধার কুনাল নন্দ।