🙏দেবী সরস্বতী 🙏কলমে, মিঠু ভট্টাচাৰ্য মাঘ মাসের শুক্লা পঞ্চমী জ্ঞানের আলো ছড়িয়ে দিতে ধরায় আসো তুমি।🙏জ্ঞান সংগীত শিল্পকলা প্রজ্ঞা বিদ্যা দেবী,চতুর্বেদের ধারক তুমি বেদমাতা সেবি।বাগদেবী বীণাপানি হংস বাহিনী মা,শতরূপা ভারতী ব্রহ্ম প…
🙏দেবী সরস্বতী 🙏
কলমে, মিঠু ভট্টাচাৰ্য
মাঘ মাসের শুক্লা পঞ্চমী
জ্ঞানের আলো ছড়িয়ে দিতে
ধরায় আসো তুমি।🙏
জ্ঞান সংগীত শিল্পকলা প্রজ্ঞা বিদ্যা দেবী,
চতুর্বেদের ধারক তুমি বেদমাতা সেবি।
বাগদেবী বীণাপানি হংস বাহিনী মা,
শতরূপা ভারতী ব্রহ্ম পুত্রী সারদা। 💞
নারদ সন্তান তব, ব্রহ্মা তোমার স্বামী,
জ্যোতির্ময়ী দেবী তুমি শ্রেষ্ঠা মোরা মানি।
বীনা পুস্তক অক্ষমালা সুধা কলম হাতে,
প্রথম পাঠের হাতে খড়ি তোমার চরণ প্রাতে। ❤️
শীতের ভোরের পুষ্পঞ্জলি তোমারি চরণে।
মা লক্ষ্মী সারা বছর ঘরে ঘরে পূজিতা,
তবু তুমি সর্বকালের জগৎ প্রতিষ্ঠাতা।
বিদ্যা বিনা হবে কিবা সমাজের কল্যাণ,
সুকুমার শিক্ষা ছাড়ুকলা তোমারি বরদান। 🌹
শ্বেতা শুভ্রা দেবী তুমি নেই গ্লানি কালিমা,
পরম হংস বাহন তোমার এমনি গরিমা।
জয় জয় দেবী চরা চর সারে মোদের রোমাঞ্চ আনে,
মাঘ মাসের শুক্লা পঞ্চমী এমনি বরদানে। 🌹
পৃথিবী এখন অসহায় মা অশিক্ষা নৈরাজ্য,
মা দুর্গাও বলেন কন্যা, গিয়ে সামলাও সাম্রাজ্য।
শিক্ষা বিনা জাতি নাহি সমাজ নাহি দেশ,
সরস্বতীর বরপুত্র সবাই হও এমন মতাদেশ।
দস্যু রত্নাকরে তুমি জিহবা য় দিলে বাণী,
বাল্মীকি হয়ে ধন্য হল, রামায়ণ কাহিনী।🙏
নমো মাতা ভগবতী, নমো দেবী সারদা,
শিক্ষা বিদ্যা সুবুদ্ধি দাও, দাও মা বরোদা।
🙏🙏🙏🙏🙏🙏