Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বঙ্গোসাগর ২৫ মহড়া এবং ভারতীয় ও বাংলাদেশ নৌসেনার যৌথ টহলে আইএনএস রণবীর-এর অংশগ্রহণ

দেবাঞ্জন দাস; ১৫ মার্চ : ভারত-বাংলাদেশ যৌথ মহড়া বঙ্গোসাগর ২০২৫ এবং যৌথ টহল এসপ্তাহে অনুষ্ঠিত হল। বঙ্গোপসাগরে এই মহড়া ও টহলে ভারতীয় নৌ বাহিনীর আইএনএস রণবীর এবং বাংলাদেশ নৌবাহিনীর বিএনএস আবু ওবাইদাহ্ অংশগ্রহণ করে।  
এই মহড়ার মধ্য…


দেবাঞ্জন দাস; ১৫ মার্চ : ভারত-বাংলাদেশ যৌথ মহড়া বঙ্গোসাগর ২০২৫ এবং যৌথ টহল এসপ্তাহে অনুষ্ঠিত হল। বঙ্গোপসাগরে এই মহড়া ও টহলে ভারতীয় নৌ বাহিনীর আইএনএস রণবীর এবং বাংলাদেশ নৌবাহিনীর বিএনএস আবু ওবাইদাহ্ অংশগ্রহণ করে।  


এই মহড়ার মধ্য দিয়ে দুই নৌবাহিনী সমুদ্র পথে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় পারস্পরিক সহযোগিতাকে আরও প্রসারিত করবে। মহড়া এবং টহলদারির সময়ে জলের উপরিভাগ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, কৌশলগত বিভিন্ন পদ্ধতির অনুশীলন, এক নৌবাহিনীর সদস্যদের অন্য নৌবাহিনীর জাহাজে যাওয়া, তল্লাশি অভিযান এবং অবৈধ সামগ্রি আটক, দুই বাহিনীর মধ্যে যোগাযোগ গড়ে তোলা এবং পেশাদার বিভিন্ন ক্ষেত্রে বাহিনীর জুনিয়র অফিসার সহ অপারেশনস টিমের সদস্যদের মধ্যে প্রশ্নোত্তর প্রতিযোগিতা আয়োজন করা হয়।


এই মহড়ায় কৌশলগত বিভিন্ন পরিকল্পনা সমন্বয় ও তথ্যের আদানপ্রদানের পন্থা পদ্ধতি নিয়ে অনুশীলন করা হয়। সমুদ্রে কোনো সঙ্কট দেখা দিতে দুই নৌবাহিনী যাতে সমন্বয় বজায় রেখে অভিযান চালাতে পারে এর মধ্য দিয়ে সেই অনুশীলন করা হয়। এই অঞ্চলে প্রতিটি দেশের জন্য ভারতের নিরাপত্তা ও উন্নয়ন বা সাগর ভাবনাকে প্রসারিত করতে দুই নৌবাহিনীর এই মহড়া ও টহল।