Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আজ আন্তর্জাতিক নারী দিবস পালন করল যোগদান সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়

শনিবার (৮ মার্চ ২০২৫) পূর্ব মেদিনীপুরের যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী ও উইমেন্স সেলের উদ্যোগে আন্তর্জাতিক নারীদিবস নিয়ে সেমিনার অনুষ্ঠিত হল।
 এদিন প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন কলেজের অধ্যক্ষ প্রদীপ্তকুম…


শনিবার (৮ মার্চ ২০২৫) পূর্ব মেদিনীপুরের যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী ও উইমেন্স সেলের উদ্যোগে আন্তর্জাতিক নারীদিবস নিয়ে সেমিনার অনুষ্ঠিত হল।


 এদিন প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন কলেজের অধ্যক্ষ প্রদীপ্তকুমার মিশ্র। তিনি তাঁর প্রারম্ভিক অভিভাষণে তুলে ধরেন এই বিশেষ দিনের গুরুত্ব। সূত্রধর ছিলেন বাংলা বিভাগের অধ্যাপিকা শ্রীমতী পণ্ডিত। আধুনিক প্রযুক্তি মাধ্যমে অনলাইনে আমন্ত্রিত বক্তারা অংশ নেন।



প্রধান বক্তা ছিলেন স্বনামধন্য নৃত্যশিল্পী অলকানন্দা রায়, কবি, জ্বলদর্চি পত্রিকার সম্পাদক ঋত্বিক ত্রিপাঠী। লেখিকা কমলিকা ভট্টাচার্য। স্বাভাবিকভাবেই উঠে আসে সমাজের নারী নির্যাতন, খুন-ধর্ষণ প্রসঙ্গ। সেমিনারে সবাই একমত হলেন — যত দিন যাচ্ছে— নারীনির্যাতনের সমস্যা ক্রমেই বেড়ে চলেছে। এর সমাধানে শুধু নারীদের উদ্যোগ যথেষ্ট নয়। সমান দায়িত্ব নিতে হবে পুরুষদেরও। উঠে এল চাঞ্চল্যকর অনেক তথ্য। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো-র সমীক্ষায় দেখা যাচ্ছে দেশে প্রতি বছর গড়ে ৩১,০০০ ধর্ষণের ঘটনা পুলিশের খাতায় নথিভুক্ত হয়। তার মানে মূল সংখ্যা অন্তত  ১০ গুণ। এক বেসরকারি সংস্থার সমীক্ষায় উঠে এসেছে প্রতি বছর ১০ লক্ষেরও বেশি নারী ও শিশু পাচার হয় এ দেশে।



ছাত্রছাত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপিকা শ্রীময়ী রায়, বাংলা বিভাগের অধ্যাপক মৃণালকান্তি দাস, প্রমুখ। উপস্থিত ছিলেন প্রশান্ত কুমার ঘোষ, গণিত বিভাগ, শেখ মনিরুল ইসলাম, শিক্ষক শিক্ষণ বিভাগ ,পারমিতা গাঙ্গুলী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,সৌমেন ভট্টাচাৰ্য, ইতিহাস বিভাগ, কৃষ্ণা বসু ঠাকুর, দর্শন বিভাগ।