পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের গড়সেনাপত্যা প্রাথমিক বিদ্যালয়ে ৫ ই মার্চ,২০২৫ বুধবার বিকেলে দুধশ্রী মিল্ক প্রডিউসার কোম্পানীর উদ্যোগে দুধ ও দুগ্ধজাত সামগ্রীর উপর সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। হুগলির চুঁচুড়া থেকে আগত উক্ত …
পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের গড়সেনাপত্যা প্রাথমিক বিদ্যালয়ে ৫ ই মার্চ,২০২৫ বুধবার বিকেলে দুধশ্রী মিল্ক প্রডিউসার কোম্পানীর উদ্যোগে দুধ ও দুগ্ধজাত সামগ্রীর উপর সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। হুগলির চুঁচুড়া থেকে আগত উক্ত সংস্থার হিউম্যান রিসোর্স আধিকারিক তন্ময় মাজি , দুধের গুণগতমান পরীক্ষক শুভ্রাজ্যোতি সরকার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত দুগ্ধপানের উপকারিতা নিয়ে মতামত আদানপ্রদান করেন। এই সচেতনতা শিবিরে দুধশ্রী মিল্ক প্রডিউসার কোম্পানীর পক্ষে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিদেশ বসু, সোমাশ্রী আদক, ফিল্ড অফিসার মহাদেব সানি প্রমুখ।
অনুষ্ঠানটি আয়োজন করেন দুধশ্রী মিল্ক প্রোডিউসারের পক্ষে স্থানীয় সহায়ক তন্ময় ধূল্যা।
এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিদেশ বসু তাঁর বক্তব্যে বলেন, " পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে প্রাথমিক বিদ্যালয়ে এই সচেতনতা শিবির চলছে। গড়সেনাপত্যা এলাকার প্রতিটি বাড়িতে গাভী রয়েছে। দুধ ও দুগ্ধজাত দ্রব্য গুলি যাতে শিশুরা নিয়মিত গ্রহণ করে তার জন্য আসা এ এলাকায়।"
প্রধান শিক্ষক স্নেহাশিস চৌধুরী বলেন ," আগামী দিনে শিশুদের ও মায়েদের নিয়ে এ ধরণের সচেতনতা শিবির আয়োজন করতে আমরা উদ্যোগী হব।"
অনুষ্ঠান শেষে শিশুদের হাতে দুধশ্রী মিল্ক প্রডিউসার কোম্পানীর পক্ষ থেকে শিখন সামগ্রী ও কোম্পানীর উৎপাদিত লস্যি প্যাকেট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটিকে সফল করতে বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও প্রাক্তনীদের ভূমিকা উজ্জ্বল ছিল।