নিজস্ব প্রতিবেদক,বেলদা...পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের হেমচন্দ্র গ্রাম পঞ্চয়ের অন্তর্গত শশিন্দা সাগরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কার্তিক চন্দ্র দোলাই । বর্তমানে সে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। দাঁতন ২ নম্বর …
নিজস্ব প্রতিবেদক,বেলদা...পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের হেমচন্দ্র গ্রাম পঞ্চয়ের অন্তর্গত শশিন্দা সাগরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কার্তিক চন্দ্র দোলাই । বর্তমানে সে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। দাঁতন ২ নম্বর ব্লকের উত্তর আসদার গ্রামের বাসিন্দা । মা চারুবালা, স্ত্রী কাজল এবং পাঠরত ছেলে ও মেকে কে নিয়ে তার সংসার। কিন্তু আচমকাই তার পরিবারে অন্ধকার নেমে এলো। গত বছর জুলাই মাসে ধরা পড়ল ক্যান্সার। সে দুরারোগ্য অস্থি ক্যান্সারে আক্রান্ত । কলকাতা হার্ট ক্লিনিক ও ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে তার চিকিৎসা চলছে। পাশাপাশি ভুবনেশ্বর চিকিৎসকদের পরামর্শ নিচ্ছে । কিন্তু আর্থিকভাবে গভীর সমস্যার সময় পাশে দাঁড়াতে এগিয়ে এলো তার শশিন্দা স্কুলের সহপাঠীরা। এ কথা জানাজানি হতেই শশিন্দা স্কুলের প্রাক্তনীরাও এগিয়ে এলো তার পাশে দাঁড়াতে।
আজ তার আরোগ্য কামনা করে শশিন্দা স্কুলের প্রাক্তনী সমিতির পক্ষে চিকিৎসক শিশির কুমার আচার্য, ব্যাংক কর্মী দেবদুলাল মাইতি, শিক্ষক অমিত কুমার সাহু এবং অমিত ঘোষ, প্রধান শিক্ষক ড۔ প্রসূন কুমার পড়িয়া, এলআইসি এজেন্ট দীপক মুখার্জি প্রমুখ তার বাড়িতে এসে মনোবল বাড়ানোর পাশাপাশি সামান্য আর্থিক সাহায্য তার স্ত্রীর হাতে তুলে দিলেন।আরোগ্য কামনা করে তার হাতে পুষ্প স্তবক তুলে দেওয়া হল।