শিরোনাম.. মৃত্যুঞ্জয় পুনরুত্থান ঈশ্বর পুত্রকলমে... মিঠু ভট্টাচাৰ্য
স্বলেখনী
ক্রুশের ওপর হতে দু বাহু বাড়ায়ে যীশু ডাকে তার মায়...পবিত্রতার মূর্তি মেরি ডাকে চির শিশু ফিরে আয়..লাল টকটকে রক্ত বাছা কোথায় কোথায় ঝরে...সেতো তোমার ঘরে.. সেত…
শিরোনাম.. মৃত্যুঞ্জয় পুনরুত্থান ঈশ্বর পুত্র
কলমে... মিঠু ভট্টাচাৰ্য
স্বলেখনী
ক্রুশের ওপর হতে দু বাহু বাড়ায়ে যীশু ডাকে তার মায়...
পবিত্রতার মূর্তি মেরি ডাকে চির শিশু ফিরে আয়..
লাল টকটকে রক্ত বাছা কোথায় কোথায় ঝরে...
সেতো তোমার ঘরে.. সেতো আমার ঘরে..এমন ভালোবাসা প্রেম শুনেছ কি কখনো
এমন বিশ্বপ্রেমিক দেখে ছো কি কখনো....
পৃথিবী সাগর কাঁদে এমন যাতনায়..
মাতা মেরি র কোলে যীশু ফিরে আয় ফিরে আয়..
এই সুন্দর তনু রুধীর ধারায় ভাসে...
যেন শুভ্র কমল পঙ্কজ সলিলে হাসে...
মা মেরির কোলে এই মহাজীবনের গাথা... মাইকেল এঞ্জেল এর pieata চিত্রে আঁকা সেই করুন ব্যাথা...
তুমি আঘাত করেছো যারে সে তোমারি মুক্তিদাতা..
তুমি হত্যা করেছো যারে সে তোমারি পরিত্রাতা...
মা মেরির কোলে আজিকে যীশুর জয়..
সমাহিত এই চিত্র বলে পাপের পরাজয়...
মৃত্যুঞ্জয়ী জীবনবাণী তুমি রাজার রাজ.
কাঁটার মুকুট তবু সেটাই তোমার হলো তাজ..
বিশ্বখ্যাত pieta চিত্রে সেই যীশুর পুনরুত্থান...
প্রণাম মাতা প্রণাম যীশু করো পৃথিবী কে পরিত্রান...🙏🙏🙏🙏🙏🙏