অরুন কুমার সাউ, তমলুক:বাংলা ভাষা ও গানের অনুরাগী প্রয়াত গায়ক, গীতিকার, সুরকার প্রতুল মুখোপাধ্যায়ের স্মরণ সভা অনুষ্ঠিত হলো পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের বিদ্যাসাগর কৃষ্টি সম্মেলনী ভবনে।
১৮ ই এপ্রিল শুক্রবার বিকেল বেলা স্মরণসভা …
অরুন কুমার সাউ, তমলুক:বাংলা ভাষা ও গানের অনুরাগী প্রয়াত গায়ক, গীতিকার, সুরকার প্রতুল মুখোপাধ্যায়ের স্মরণ সভা অনুষ্ঠিত হলো পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের বিদ্যাসাগর কৃষ্টি সম্মেলনী ভবনে।
১৮ ই এপ্রিল শুক্রবার বিকেল বেলা স্মরণসভা অনুষ্ঠিত হয়। গানে , কথায় ও কবিতায় শ্রদ্ধাজ্ঞাপনীয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুক শহরের বিভিন্ন প্রান্তের নবীন -প্রবীণ মানুষজন। অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন দিপালী পাড়ই। শ্রদ্ধেয় প্রতুল বাবুর স্মরণে সংগীত পরিবেশন করেন তমলুক শহরের বর্ষীয়ান সংগীত শিল্পী বন্দনা অধিকারী ও শিশু শিল্পী দৃপ্তমান মান্না। শিক্ষক তরুণ ঘোড়ই কবিতা আবৃত্তি করেন প্রতুল মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে।
এদিন স্মরণ সভার তাৎপর্য পর্যালোচনা করেন শিক্ষক সোম প্রকাশ মাইতি । প্রধান অতিথি আলোচক হিসাবে উপস্থিত ছিলেন প্রতুল মুখোপাধ্যায়- এর সান্নিধ্যলব্ধ গুণীজন সান্টু গুপ্ত। তিনি তার বক্তব্যের মাধ্যমে প্রতুল মুখোপাধ্যায়ের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
এছড়াও বক্তব্যের মাধ্যমে স্মৃতিচারণ করেন চন্ডিচরণ ধাড়া , হীরালাল মান্না সহ অন্যান্যরা। উদ্যোক্তাদের পক্ষ থেকে শিক্ষক ও আঞ্চলিক ইতিহাস গবেষক জয়দীপ পন্ডা বলেন অনেকটা বিলম্ব হলেও প্রতুল মুখোপাধ্যায়ের স্মরণ সভার প্রয়োজন ছিল। আগামী প্রজন্মের কাছে তাঁর জীবনকথা, কাজ, মানবতাবাদী মানুষ হিসেবে তুলে ধরা একান্ত প্রয়োজন।