মহাবীর জয়ন্তী কলমে, মিঠু ভট্টাচাৰ্য 🙏🙏🙏🙏🙏🙏বিহারের লিচ্ছবি প্রান্তে কুন্ডল গ্রাম,জন্ম নিলো রাজা সিদ্ধার্থ রানী ত্রিশলার ঘরে বর্ধমান।যশোদা অর্ধাঙ্গিনী, প্রিয়দর্শনা অনুজা কন্যা,যৌবনে গৃহত্যাগ, মহাবীর রূপে শেষ তীর্থঙ্কর ধন্যা।ন…
মহাবীর জয়ন্তী
কলমে, মিঠু ভট্টাচাৰ্য
🙏🙏🙏🙏🙏🙏
বিহারের লিচ্ছবি প্রান্তে কুন্ডল গ্রাম,
জন্ম নিলো রাজা সিদ্ধার্থ রানী ত্রিশলার ঘরে বর্ধমান।
যশোদা অর্ধাঙ্গিনী, প্রিয়দর্শনা অনুজা কন্যা,
যৌবনে গৃহত্যাগ, মহাবীর রূপে শেষ তীর্থঙ্কর ধন্যা।
নন্দী বর্ধন, সুদর্শনা সহোদর সহদরা তাঁর,
তপস্বী কাল রাজগৃহে মিথিলা শ্রাবস্তী আধার।
তেইশ তীর্থঙ্কর পূর্বে চব্বিশ তম তিনি,
নাপুত্ত, সমান, নিগন্থ, ব্রাহ্মণ নাম যিনি।
আবহযোগ, বেদাতিত বেদাবি তিনি কল্পসূত্রে মহাবীর,
ভিরা,অটিভিরা, সম্মতিনাথ তিনি জৈন প্রবীর।
অহিংসা, সত্য, আস্তেয়া, অপরিগ্রহ, ব্রহ্মচর্য,
আত্মসংযম, আধ্যাত্বিক জ্ঞান অনাসক্তি, শিক্ষা ব্রত।
ঈশ্বর সীমাহীন আনন্দ উপলব্ধি শক্তি,
মহাবীর করেন জৈন রে অবাধ চেতনায় মুক্তি।
শিষ্য কুল নামক গণধর জৈন পুস্তক লিপিবদ্ধ করে,
মহাবীরের বাণী, পরম নবকার মন্ত্র ঘরে ঘরে।
পূর্বসূরী পার্শ্বনাথ, উত্তরসূরী পদ্মণাভ, মহাপম,
মহাবীর তীর্থঙ্কর তাঁর বাণী পুস্তক পবিত্র আগম।
নমঃকার মন্ত্র, উপাসনা, দিগম্বর শ্বেতাম্বর ঈশ্বর মৌলিক সত্ত্বা,
জিনা জিতেন্দ্রীয় বিজয়ী তাই জৈন নামে প্রসিদ্ধা।
ভদ্রবাহু দিগম্বর, স্থূলবাহু শ্বেতাম্বর, নেমিনাথ, ঋষভ নাথ,
মহাবীরের সমসাময়িক প্রমুখ জৈন পরেশনাথ।
মোক্ষ বস্তু বাদী দর্শন, অচল স্থবর, ত্রাস গতিশীল অর্চনা,
প্রাণীর প্রতি দয়াশীল অহিংসা, পালিত ভূমিতে মুক্তমনা।
তপস্যা, সর্বজ্ঞাতা অর্জন আত্মবিবর্তন জ্ঞানার্জন,
মহাবীর মহাপুরুষ রচেন কঠোর ব্রহ্মাশ্রম।
মুনি পুরুষ সন্ন্যাস, আর্যিকা মহিলা সন্যাসী ভবে,
শ্রাবক শ্রাবিকা সাধারণ নর নারী রূপে রবে।
সত্য শ্রেষ্ঠ মহাবীর মৌনতা আহার সংযম ধারী,
নালন্দা পাওয়াপুরিতে মহা নির্বাণ স্থান যার ই।
মৃত্তিকার নিচের উদ্ভিদ না করে ভক্ষন, সূর্যাস্তের পর ও আর নয়,
মহাবীর জয়ন্তী কল্যাণক দীপালিকা নামে খ্যাত হয়। কীট পতঙ্গেও দেন প্রেম, শুদ্ধ শ্বেত বসন ধারী,
নমো পঞ্চ, নমো কারা পদমঙ, হবহ, মঙ্গলম, নবকার মন্ত্র ক স্মরি।
🙏🙏🙏🙏🙏🙏🙏