বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকপূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের রাইন গ্রামে নাবালিকা ধর্ষণের প্রতিবাদে এবার পথে নামল কোলাঘাট মহিলা মোর্চার নেত্রীরা। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ কোলাঘাট থানায় মিছিল সহকারে প্রতিবাদ জানিয়ে ধর্ষণকারীর উ…
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের রাইন গ্রামে নাবালিকা ধর্ষণের প্রতিবাদে এবার পথে নামল কোলাঘাট মহিলা মোর্চার নেত্রীরা। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ কোলাঘাট থানায় মিছিল সহকারে প্রতিবাদ জানিয়ে ধর্ষণকারীর উপযুক্ত শাস্তির দাবি নিয়ে ডেপুটেশন দিল। ডেপুটেশন দেওয়ার পর মহিলা নেত্রীদের হুমকি উপযুক্ত শাস্তির ব্যবস্থা না হলে থানার সামনে ধর্নায় বসা হবে।
উল্লেখ্য কোলাঘাটের রাইন গ্রামে নাবালিকা মেয়েকে ধর্ষণের পর শারীরিক অত্যাচারের শিকার হতে হয়েছে বলে অভিযোগ। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য ও জেলা স্তরের নেত্রী ফাল্গুনী পাত্র, অন্তর দাস, জয়া দাস নায়েক সহ ব্লক ও জেলা স্তরের নেতৃত্ব।
মহিলা মোর্চার এই কর্মসূচির সহযোগিতার হাত বাড়িয়ে দেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভা সভাপতি মলয় সিনহা, বিজেপি নেতা দেবব্রত পট্টনায়ক, শেখ সাদ্দাম হোসেন, প্রসেনজিৎ সরকার ।
কোলাঘাট থানা সূত্রে জানা গেছে অপরাধীকে ইতিমধ্যে চিহ্নিত করে আটক করা হয়েছে, প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে।