নিজস্ব প্রতিবেদক,কেশিয়াড়ী, পশ্চিম মেদিনীপুর ... নবগঠিত কেশিয়াড়ী সার্কেল-২ প্রাথমিক শিক্ষক কর্মচারী সমবায় সমিতির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হলো কেশিয়াড়ী রবীন্দ্র ভবনে। এই সভায় সমিতির নবনির্বাচিত বোর্ডের সদস্যবৃন্দ এবং বহু …
নিজস্ব প্রতিবেদক,কেশিয়াড়ী, পশ্চিম মেদিনীপুর ... নবগঠিত কেশিয়াড়ী সার্কেল-২ প্রাথমিক শিক্ষক কর্মচারী সমবায় সমিতির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হলো কেশিয়াড়ী রবীন্দ্র ভবনে। এই সভায় সমিতির নবনির্বাচিত বোর্ডের সদস্যবৃন্দ এবং বহু শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।সভার শুরুতে, সমিতির পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয় যাদের সাহায্য ছাড়া এই সমিতির পথ চলা শুরু করা সম্ভব হত না। বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান অনিমেষ দে এবং কেশিয়াড়ী ব্লক সভাপতি অশোক রাউৎ কে। তাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলেই এই বোর্ড বিনা প্রতিদ্বন্দ্বিতায় গঠিত হয়েছে বলে জানানো হয়।
এদিনের এই গুরুত্বপূর্ণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিও হিতাংশু হালদার, পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শীট এবং শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু মাইতি। এছাড়াও, সকলের অভিভাবকস্বরূপ অশোক রাউৎ,রঞ্জনা মহাপাত্র মন্ডল প্রমুখ সভায় উপস্থিত থেকে শিক্ষক-শিক্ষিকাদের উৎসাহিত করেন।
সভায় সমিতির ভবিষ্যৎ কর্মপন্থা এবং শিক্ষকদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। নবনির্বাচিত বোর্ডের সদস্যরা তাদের পরিকল্পনা এবং শিক্ষকদের জন্য সম্ভাব্য সুযোগ-সুবিধাগুলি বিশদে ব্যাখ্যা করেন। উপস্থিত শিক্ষক-শিক্ষিকারাও তাদের মতামত ও প্রস্তাবনা পেশ করেন।বিডিও হিতাংশু হালদার তাঁর বক্তব্যে সমিতির এই উদ্যোগকে স্বাগত জানান এবং শিক্ষকদের যে কোনও প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে সাহায্যের আশ্বাস দেন। পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শীত শিক্ষকদের ঐক্যবদ্ধ প্রয়াসের প্রশংসা করেন এবং সমিতির সাফল্য কামনা করেন। শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু মাইতি শিক্ষকদের পেশাগত উন্নয়নে সমিতির ভূমিকার উপর আলোকপাত করেন।
সমগ্র সভাটি এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে এক নতুন উদ্দীপনা লক্ষ্য করা যায়। সমিতির এই প্রথম সাধারণ সভা শিক্ষক সমাজের মধ্যে এক ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে এবং সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকারবদ্ধ হয়েছেন।