Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শালবনী হাইস্কুলে আয়োজিত শিবিরে রক্ত দিলেন চল্লিশ জন

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ..... গ্রীষ্মকালীন রক্তের চাহিদা কিছুটা হলেও মেটাতে এগিয়ে এলো শালবনী ব্লকের শালবনী হাইস্কুল। সোমবার বিদ্যালয়ের উদ্যোগে প্রথমবার আয়োজিত এই রক্তদান শিবিরে রক্ত দিলেন চল্লিশ জন।শিবিরে রক্ত দেন ব…


নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ..... গ্রীষ্মকালীন রক্তের চাহিদা কিছুটা হলেও মেটাতে এগিয়ে এলো শালবনী ব্লকের শালবনী হাইস্কুল। সোমবার বিদ্যালয়ের উদ্যোগে প্রথমবার আয়োজিত এই রক্তদান শিবিরে রক্ত দিলেন চল্লিশ জন।শিবিরে রক্ত দেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী ও প্রাক্তনীরা।

শিবিরের উপস্থিত ছিলেন স্কুল পরিচালন কমিটির সভাপতি অনুপম সাহা, প্রধান শিক্ষক  সুধাংশু শেখর বাগ,'শিক্ষারত্ন' প্রাপ্ত প্রাক্তন শিক্ষিকা আল্পনা দেবনাথ বোস,জেলা ব্লাড ডোনার্স ফোরামের পক্ষে অসীম ধর,রানা প্রতাপ সেন,প্রবীর কুমার লায়েক, শালবনী  ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ নুতন কুমার ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

প্রধান শিক্ষক ও পরিচালন কমিটির সভাপতি জানান,প্রচন্ড গরমের মধ্যেও সকলের সহযোগিতায় শিবিরটি সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে । পাশাপাশি তাঁরা জানান,আগামী দিনে  সকলের সহযোগিতায় তাঁরা আরো বড় আকারের রক্তদান শিবির আয়োজনের চেষ্টা করবেন।